উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও।
দেশের এমন মর্মান্তিক এক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা আরশ খান।
সোমবার রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, সাধারণ জনগণের মানুষিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।
এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরশ খানকে। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।’
আরশ খানের মতো ফেসবুক লাইভে আসতে দেখা যায় আরেক অভিনেতা রাশেদ সীমান্তকেও। উত্তরার মনসুর আলি মেডিকেল কলেজের সামনে থেকে এক ফেসবুক লাইভে হাজির হন তিনি।
যেখানে এই অভিনেতা বলেন, আপনারা উত্তরার রাস্তাগুলো পরিহার করুন। ব্যক্তিগত গাড়ি আনবেন না। যারা সহযোগিতা করতে আসবেন, শুধু তারাই আসবেন। আশার কথা হলো, অনেকেই রক্ত দেয়ার জন্য এসেছে। আমাদের নির্মাতা তপু খানও রক্ত দিতে চলে আসছেন। দয়া করে আপনারা কেউ পরিস্থিতি দেখার জন্য এখানে আসবেন না। আপনি এখানে আসা মানে একটা শিশুর চিকিৎসায় দেরি হওয়া, তাদের আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করা।
এ সময় রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা বলেন, আপনারা দলবল নিয়ে হাসপাতালে আইসেন না। একা আসেন। আপনার জন্য যেন রাস্তাঘাট বন্ধ না হয়। প্লিজ, লাশ নিয়ে রাজনীতি কইরেন না। আল্লাহর দোহাই লাগে। এই মুহূর্তে রাজনীতিটা বন্ধ করেন আপনারা। আমি রাজনৈতিক দলের লোকজন দেখে এই লাইভটি করলাম।
রাশেদ সীমান্ত আরও বলেন, আপনি, আপনার নেতাকর্মীরা সেলফি তোলার জন্য আইসেন না। আপনি খুনি, যদি আপনি আসেন। আপনার লোকজন নিয়ে এসে এখানে শো অফ করবেন, তার মানে আপনি খুনি।
এসএন