রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আব্দুল্লাহ সামিন নামে আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে মাইলস্টোন কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফনান ফাইয়াজ, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কো-অর্ডিনেটর মাহেররীন চৌধুরী মারা যান।
এরও আগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জুনায়েদ হাসান নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী মারা যায়। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল বার্নে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ আপডেটে ২০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। পরবর্তীতে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।