হতাহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

উত্তরায় মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

সোমবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদের দেখার পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের শীর্ষ নেতৃত্বের এই বার্তার কথা জানান।

তিনি বলেন, ‘‘আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। চিকিৎসকদের সঙ্গে আহত শিশুদের অবস্থা সম্পর্কে জেনেছি। আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে উদ্বিগ্ন। আমি আহতদের সর্বশেষ অবস্থা জেনে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি।’’

তিনি আরও বলেন, ‘‘ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের আহতদের পাশে থাকার জন্য বলেছেন। আহতদের রক্তের যেন সংকট না হয়, সেজন্য যেসব হাসপাতালে আহতরা আছেন, তাদের পাশে থেকে প্রয়োজনীয় রক্ত পৌঁছানোর জন্য বলেছেন। সেভাবে আমরা নির্দেশনা সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি।’’

বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমি এখানে এসেছি, আহতদের সম্পর্কে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি বললেন, এখানে ৫২ জন রোগী আছে, তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, তাদের অবস্থা আশঙ্কাজনক… তাদের শ্বাসনালি পুড়ে গেছে।’’

‘‘আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’’

স্থায়ী কমিটির জরুরি বৈঠক

রাতে তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় দলীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত হয়। আহতদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য নেতৃবৃন্দকে নির্দেশ দেন তারেক রহমান।

দুর্ঘটনার পর সিনিয়র নেতাদের নিয়োজিত করলেন তারেক রহমান 

দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবীদের আলোচনা সভায় ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার পরপরই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ছুটে যান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ নেতৃবৃন্দকে পাঠান উত্তরার দিয়াবাড়িতে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে উত্তরার মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছেন বলে কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন ওষুধ ছাড়াই মাইগ্রেনের ব্যথা হ্রাসে সহায়ক খাবারসমূহ সম্পর্কে Sep 15, 2025
img
কোলেস্টেরল নিয়ন্ত্রণে দেশি সবজি, কমাবে হৃদরোগের ঝুঁকি Sep 15, 2025
img
নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারাল ৩ Sep 15, 2025
img
বরগুনায় ইউপি সদস্যের মুরগির খামার থেকে ৬২ বস্তা সার জব্দ Sep 15, 2025
img
মালদ্বীপ প্রবাসীদের জন্য হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প আয়োজন Sep 15, 2025
img
ম্যানচেস্টার ডার্বিতে সিটির দাপুটে জয় Sep 15, 2025
img
মালয়েশিয়া প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ Sep 15, 2025
img
ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা Sep 15, 2025
img
পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন উন্মুক্ত হচ্ছে আজ Sep 15, 2025
img
কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর : ছাত্রদল নেতাসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা Sep 15, 2025
img
ধানের শীষই দেশের মানুষের মুক্তির পথ : আফরোজা খানম Sep 15, 2025
"বাংলাদেশকে মেনে নিয়ে আমরা রাজনীতি করছি" Sep 15, 2025
"দলের ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে আমরা আশাবাদী" Sep 15, 2025
যেভাবে শুরু হয় ঐকমত্য কমিশনের যাত্রা, জানালেন আলী রিয়াজ Sep 15, 2025
একদিনে ১২৬ মিলিমিটার বৃষ্টি, চলবে আরও ৫ দিন Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 15, 2025
"জাতীয় সনদ নয়, নাম হতে হবে জুলাই সনদ" Sep 15, 2025
জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে বললেন প্রধান উপদেষ্টা Sep 15, 2025
আমরা জোর দিয়ে বলেছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে হবে Sep 15, 2025