এমন বিষণ্ণ বিকেল এখানে কখনো দেখিনি : উপ-প্রেস সচিব

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনায় পুরো দেশ শোক আর আতঙ্কে স্তব্ধ। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, এমন বিষণ্ণ বিকেল এখানে কখনো দেখিনি। যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য আন্তরিক শোক ও সমবেদনা।

আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠে কায়মনো বাক্যে সেই প্রার্থনা করি।
সোমবার (২১ জুলাই) রাতে ওই ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

উপ-প্রেস সচিব লিখেন, ইয়াসিন মজুমদার আমার কাজিন, বন্ধুও বটে। আমাদের ছোটবেলা একসঙ্গে কেটেছে। একসঙ্গে এসএসসি পাস করে আমরা ঢাকায় পা দিয়েছি। আজ যখন বিমান দুর্ঘটনার খবর পেলাম, কি মনে করে অন্য সবাইকে বাদ দিয়ে আমি তাকেই ফোন দিলাম। এরপর যা শুনলাম, সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ‘আমার এক মেয়ে গুরুতর আহত, তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হচ্ছে।

তোর ভাবী ও আরেক মেয়েকে পাওয়া যাচ্ছে না। পারলে হেল্প কর, প্লিজ।’ কাঁপা কণ্ঠে তার এই আকুতি শুনে তাৎক্ষণিক কি করা উচিত বুঝে উঠতে পারছিলাম না।

তিনি আরো লিখেন, বিকেল নাগাদ যখন ঢাকা মেডিক্যালে পৌঁছাই, দুই মেয়েকেই পাওয়া যায়। দুজনই দগ্ধ। ভাবীরও খোঁজ মেলে। হাসপাতালে তখন আহতদের আর্তনাদ। স্বজনদের ভিড়। আমার সাহস হয়নি উপরে উঠে তাদের কাউকে দেখব। ততক্ষণে দুর্ঘটনার বিস্তারিত খবর আমাদের কাছে আসতে শুরু করেছে।

আজাদ মজুমদার লিখেন, জাতীয় বার্ন ইউনিটের নিচতলায় সাংবাদিকদের ১৬ জনের মৃত্যুর খবর জানিয়ে আমরা সিএমইচএ যাই। সেখানে বেশ কয়েকজনের মরদেহ রাখা আছে। যথারীতি মর্গের সামনে স্বজনদের ভিড়। একটু এগিয়ে যেতেই দেখা পাই বৈশাখি টিভির এক সহকর্মীর। না, তিনি সেখানে রিপোর্ট করতে যাননি। গিয়েছেন দুর্ঘটনায় নিহত মেয়ের লাশ আনতে। আমাদের দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কাঁদছেন আরো অনেকের স্বজন। এরা সবাই আমাদেরই আপনজন। কাকে রেখে কাকে সান্ত্বনা দেব।

উপ-প্রেস সচিব লিখেন, সবাইকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে যমুনায় ফিরলাম। এমন বিষণ্ণ বিকেল এখানে কখনো দেখিনি। যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য আন্তরিক শোক ও সমবেদনা। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠে- কায়মনো বাক্যে সেই প্রার্থনা করি। রাতে হাসপাতাল থেকে এক সহকর্মী ছবি তুলে জানিয়েছেন, আমার বন্ধু ইয়াসিনের ১০ বছর বয়সী দুই যমজ মেয়ে আশঙ্কামুক্ত। এখন মনঃপ্রাণ দিয়ে চাইছি, শিশুসহ বাকি যারা আহত তারাও যেন আশঙ্কামুক্ত হয়ে যায় এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

আলাস্কা সামিটেও শান্তির আলো দেখা যাচ্ছে না Nov 15, 2025
গাজায় বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে আপত্তি চীন-রাশিয়াসহ একাধিক আরব দেশও Nov 15, 2025
"জুলাই আন্দোলনকে অন্য খাতে নিতে বিএনপির চেষ্টা" Nov 15, 2025
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Nov 15, 2025
একের পর এক টার্মিনাল হস্তান্তর, চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরদের দখল Nov 15, 2025
জেনেভা ক্যাম্পে ককটেল উদ্ধার নিয়ে যা জানালো পুলিশ Nov 15, 2025
'অন্যদের কেনা যায়, কমিউনিস্ট পার্টিকে কেনা যায় না' Nov 15, 2025
যে স্পোর্টসে আমরা ভালো করছি, সেগুলোতে আরও ফোকাস করব : ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ Nov 15, 2025
বিশ্বকাপের টিকিট নিশ্চিত ফ্রান্সের Nov 15, 2025
অমিতাভ রেজার তৃতীয় বিয়ে, পরিচয় পেলেন নতুন জীবনসঙ্গী Nov 15, 2025
রাহুল কুমার বিয়ে করলেন তুর্কি কেজিবানের সঙ্গে Nov 15, 2025
শাহরুখের নতুন রূপে মুম্বাইয়ে বিলাসবহুল আয়োজন Nov 15, 2025
মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলার জোড়ালো লিড Nov 15, 2025
img
ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করব: জ্বালানি উপদেষ্টা Nov 15, 2025
শারজাহতে প্রথম মঞ্চে ‘রুহ-ই-নুর’ Nov 15, 2025
সুস্থ হয়ে ফান-কমেডিতে ফিরলেন অর্চিতা স্পর্শিয়া Nov 15, 2025
শাকিব–হানিয়া জুটি কি আসছে বড় পর্দায়? Nov 15, 2025
img
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি মহাসচিব Nov 15, 2025
img
ঐক্যে যাতে ফাটল না ধরে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে : সাকি Nov 15, 2025
img
মা–সন্তানের ভালোবাসা নিয়ে হৃদয়ছোঁয়া বার্তা দিলেন অনুপম খের Nov 15, 2025