বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিয়েছে আরো একটি রাজনৈতিক দল। শনিবার (২৪ জানুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে ১০ দলীয় জোটের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতোমধ্যে তাদের নাম চূড়ান্ত হয়েছে এবং সারা দেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সবাই নিজ নিজ আসনে প্রচারণায় কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন।
ভোটারদের সঙ্গে একাত্ম হয়ে তারা দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন।
অন্যদিকে জোটে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের সঙ্গে লড়েছি, ৫ আগস্টের পর তাদের মধ্যে ফ্যাসিবাদের আচরণ দেখেছি। আমরা কোনো স্বার্থের কাছে মাথানত করেনি। আর এমন সময়ে আমরা জোটে যোগ দিয়েছি, যখন আমাদের আসন দেওয়ার সুযোগ নেই। এ সময় ১০ দলীয় জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এমন একটি সন্ধিক্ষণে আমাদের জন্য সুসংবাদ হলো- আমাদের ১০ দলের সঙ্গে আরো একটি দল একাত্মতা ঘোষণা করেছে। সে কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই দলটি হলো বাংলাদেশ লেবার পার্টি।দলটির সভাপতিসহ লেবার পার্টির অনেক নেতাকর্মী এই সুন্দর মিলনমেলায় অংশ নিয়েছেন। আমরা সবাই মিলে একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করব। সেই সঙ্গে ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতি মুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে সামনেও কাজ করবে ১১ দল।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর নেওয়ার কথা সম্পূর্ণ ভিত্তিহীন। জামায়াতে ইসলামিকে নিয়ে অপপ্রচার-মিথ্যাচার জাতির জন্য শুভকর নয়। এ সময় শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, সব দেশের সঙ্গেই জামায়াতে ইসলামী সুসম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি।
ইউটি/টিএ