ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আমি কাউন্ট করি না : জাকের

বিপিএলে শেষের দিকের মারকাটারি ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন জাকের আলী অনিক। বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো ইনিংস আছে বেশ কয়েকটা। সবশেষ কয়েক ম্যাচে ছোট ছোট ইনিংস খেলে অবদান রাখলেও ম্যাচ জেতাতে পারছিলেন না একা হাতে। অবশেষে পাকিস্তানের বিপক্ষে জাকের খেললেন ম্যাচ জেতানো ৪৮ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস। ম্যাচসেরা হয়ে ডানহাতি ব্যাটার, দলের জয়ে অবদান রাখতে পারার আনন্দের কথা জানালেন। সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন, ম্যাচ জেতানো ইনিংস ছাড়া বাকিগুলো তিনি হিসেব করেন না।


মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে শুরুতেই ফেরেন তিন ম্যাচ পর সুযোগ পাওয়া নাইম শেখ। বিরতি দিয়ে সাজঘরের পথে হাঁটলেন লিটন দাস, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের অবস্থা যখন নাজুক তখনই হাল ধরেন জাকের ও শেখ মেহেদী।

সাম্প্রতিক সময়ে ব্যাটিং ভুলতে বসা মেহেদী কাউন্টার অ্যাটাকে খেললেন ২৫ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রানের ইনিংস। মেহেদী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের রান বাড়িয়েছেন জাকের। শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনদের ব্যর্থতার দিনে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ১৩৩ রানের পুঁজি এনে দিয়েছেন।



সেই পুঁজি নিয়েই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন শরিফুল ইসলাম, তানজিম, মেহেদীর মতো বোলাররা। তবে ম্যাচসেরা হয়েছেন মিরপুরের কঠিন উইকেটে হাফ সেঞ্চুরি করা জাকের। ম্যাচ জিততে পারায় নিজের ইনিংসটাকে নিজের হিসেবের খাতায় ‍যুক্ত করেছেন ডানহাতি এই ব্যাটার। সেই সঙ্গে এও জানালেন, নিজে ভালো খেললেও যদি দল না জেতে ওইসব ইনিংস তিনি হিসেব করেন না।

এ প্রসঙ্গে জাকের বলেন, ‘হ্যাঁ, ম্যাচ জেতানো ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর কোনো কিছু আমি হিসেব করি না। যতই ভালো খেলি আমি হিসেব করি না। যদি আমার দল না জেতে তাহলে ব্যক্তিগতভাবে আমি ওইগুলো হিসেব করি না। তবে আজকে অবদান রাখতে পেরেছি, হিসেব করলাম।’

বিপিএলে কুমিল্লার জার্সিতে অবলীলায় ছক্কা মারার সামর্থ্য দেখিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন জাকের। লাল সবুজের জার্সিতেও নিজের সুনাম ঠিকই ধরে রেখেছেন। বাংলাদেশের হয়ে ৩২ টি-টোয়েন্টিতে ২৮ চারের বিপরীতে মেরেছেন ৩৭ ছক্কা। পাকিস্তানের বিপক্ষেও দারুণ সব শটে মেরেছেন ৫ ছক্কা। অথচ হাফ সেঞ্চুরি পাওয়ার ম্যাচে জাকেরের ব্যাট থেকে এসেছে একটি চার। ছক্কা মারার এমন দক্ষতার রহস্যের কথা জানাতে গিয়ে দুই বছর আগে বিপিএলে মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার কথা।

জাকের বলেন, ‘আমি যেরকম প্রক্রিয়ার মধ্যে অনুশীলন করি ওইরকমই এগুলো তো আপনারা দেখেনই। অতিরিক্ত অনুশীলনগুলো বাহিরে করি। কিন্তু কিছু জিনিস পরিবর্তন করেছি। এগুলো তো দুই বছর আগেই বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সঙ্গে কাজ করেছি ওইসব ব্যাপারে।’


 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় Jul 23, 2025
img
দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড Jul 23, 2025
img
মুনির আলমকে ঘিরেই রহস্যে মোড়া ‘রক্তবীজ ২’-এর গল্প Jul 23, 2025
img
এবার ডেমোক্র্যাট প্রার্থী মামদানির সমালোচনা করেন নেতানিয়াহু Jul 23, 2025
আপনার নামাজ না পড়ার আসল কারণ | ইসলামিক জ্ঞান Jul 23, 2025
পার্লামেন্টের চেয়ারে বসলেই কি কমন সেন্স হারিয়ে যায়, প্রশ্ন সালমান মুক্তাদিরের Jul 23, 2025
img
তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ Jul 23, 2025
img
রক কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই Jul 23, 2025
img
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫ Jul 23, 2025
img
চাল ভেঙে ঘরে পড়ে যান পাইলট তৌকির Jul 23, 2025
img
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : সেনাপ্রধান ইয়াল জামির Jul 23, 2025
img
ফুটবল বিশ্বকাপের পর এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার Jul 23, 2025
img
বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই, জানালো এয়ার ইন্ডিয়া Jul 23, 2025
img
নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায়ও কাজ করছে বিমসটেক: মহাসচিব ইন্দ্রমণি পান্ডে Jul 23, 2025
img
ম‍্যাম মাহেরীন জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে: আসিফ আকবর Jul 23, 2025
img
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা এখন বাংলাদেশের পরবর্তী লক্ষ্য Jul 23, 2025
img
ফের বিশ্বব্যাপী ছড়াচ্ছে চিকুনগুনিয়া Jul 23, 2025
img
রাসেলের বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় অস্ট্রেলিয়ার Jul 23, 2025
img
হাসপাতালজুড়ে নিস্তব্ধতা, চোখে-মুখে সবার আতঙ্কের ছাপ Jul 23, 2025
img
মাইলস্টোন ঘটনা : আহত ও নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন করল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ Jul 23, 2025