পুজোর মরসুম মানেই বড়পর্দায় চমক। আর সেই চমকেরই নতুন সংযোজন ‘রক্তবীজ ২’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় আসতে চলেছে বহুল প্রশংসিত অ্যাকশন থ্রিলার ছবির সিকুয়েল। আর রথযাত্রার দিন থেকেই শুরু হয়েছে চরিত্রদের লুক প্রকাশ্যে আসা। অপেক্ষার উত্তেজনা চূড়ায় পৌঁছল যখন মুক্তি পেল ছবির অ্যানাউন্সমেন্ট টিজার।
বুধবার সকালে প্রকাশিত সেই টিজার যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। শুরুতেই চিরুনি তল্লাশির দৃশ্য—যার লক্ষ্য মুনির আলম। সঙ্গে ভারী কণ্ঠে চ্যালেঞ্জ, “মুনিরকে মারতে পারবি না। তোরা এক মুনিরকে মারছিস। আরও হাজার মুনির আসবে।” একদিকে যেমন রয়েছে রহস্য, অন্যদিকে অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের টানটান মিশেল।
প্রথম ছবিতে যেমন বিস্ফোরণের পটভূমিতে ছিল বাস্তব ঘটনার ছায়া, এবারও সেই ধারারই ইঙ্গিত মিলছে। পুলিশ অফিসার পঙ্কজ সিংহর ভূমিকায় আবির চট্টোপাধ্যায় যেন ঝাঁপিয়ে পড়েছেন মুনির আলমের খোঁজে। এই তদন্তে তাঁর সঙ্গী হয়েছেন এসপি সংযুক্তা। ভূমিকায় নুসরত জাহান। পাশাপাশি দেখা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়, থাইল্যান্ডের সমুদ্রতটের দৃশ্য এবং রহস্যের জাল। অনিমেষ চরিত্রে আবারও ফিরে এসেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আরও এক নতুন সংযোজন অঙ্কুশ হাজরা।
২০২৩ সালের ‘রক্তবীজ’ যেখানে জাতীয় স্তরে প্রশংসা কুড়িয়েছিল, এবার তার উত্তরসূরীতে কী চমক অপেক্ষা করছে, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। প্রথম ছবিতে প্রণব মুখোপাধ্যায়ের ছায়া দেখা গিয়েছিল ‘পুলু’ চরিত্রে। ভিক্টরের সেই অভিনয় আজও দর্শকের মনে গেঁথে। এবার নতুন মিশনে তাঁরা কাকে সামনে আনছেন, তা নিয়েই নানা জল্পনা।
যদিও ছবির মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে নিশ্চিতভাবে জানানো হয়েছে—এই পুজোতেই মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। সেই অপেক্ষায় এখন দিন গুনছেন দর্শক।
এসএন