লিটন দাস ব্যাট হাতে হয়তো এখনো প্রত্যাশিত দায়িত্ব পালন করতে পারেননি, তবে অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে বাংলাদেশ দল যেন নতুন এক যুগে প্রবেশ করছে। টানা দুটি ঐতিহাসিক সিরিজ জয় এনে দিয়েছেন তিনি। একটি শ্রীলঙ্কার মাটিতে, অন্যটি দেশের মাটিতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে।
শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে ফেরে বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে আরেকটি দুর্লভ অর্জন। একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জয়। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা, তাও এক ম্যাচ হাতে রেখেই।
এই ম্যাচে জাকের আলীর অনবদ্য ইনিংস (৪৮ বলে ৫৫ রান) যেমন জয় এনে দিতে সহায়তা করেছে, তেমনি উইকেটের পেছনে লিটনের দারুণ কিপিং এবং সাহসী নেতৃত্ব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার অধীনেই বাংলাদেশ এখন টি-টোয়েন্টিতে টানা চার ম্যাচে জয়ের দেখা পেল, যা দলটির ইতিহাসে দ্বিতীয়বার।
এর আগে ২০২১ সালে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচে জয় পায় বাংলাদেশ, পরে সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। সেই সাফল্যের পর আবারও এমন ধারাবাহিক জয় টাইগারদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিচ্ছে।
অধিনায়ক লিটনের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। টানা জয়, ইতিহাস গড়া আর বড় দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করার সাহস। এখন দেখার বিষয়, সামনে এই ছন্দ কতদূর টেনে নিতে পারে টাইগাররা।
পিএ/টিএ