ফের বিশ্বব্যাপী ছড়াচ্ছে চিকুনগুনিয়া

মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের নতুন করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ ও অন্যান্য মহাদেশে এই ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মঙ্গলবার (২২ জুলাই) এই আহ্বান জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল কর্মকর্তা ডায়ানা রোহাস আলভারেজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে বিশ্বের ১১৯টি দেশের প্রায় ৫৬০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। চিকুনগুনিয়া ভাইরাসে তীব্র জ্বর, হাড়ের সংযোগস্থলে ব্যথা এবং দীর্ঘমেয়াদী প্রতিবন্ধিতা দেখা দিতে পারে।

রোহাস আলভারেজ ২০০৪-০৫ সালের প্রাদুর্ভাবের কথা স্মরণ করিয়ে বলেন, "আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি।" সেবার প্রায় ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং প্রাথমিকভাবে ছোট ছোট দ্বীপ থেকে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।

এবারও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে ভারত মহাসাগরীয় দ্বীপগুলো, যেমন লা রেউনিয়ঁ, মায়েত ও মরিশাসে বড় আকারের প্রাদুর্ভাব দেখা গেছে। রোহাস আলভারেজ জানান, লা রেউনিয়ঁর আনুমানিক এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী এরই মধ্যে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি এখন মাদাগাস্কার, সোমালিয়া ও কেনিয়ার মতো দেশগুলোতে ছড়াচ্ছে এবং ভারতসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতেও সংক্রমণ দেখা গেছে।

ইউরোপেও বাইরে থেকে আসা অনেকের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এবং স্থানীয়ভাবে সংক্রমণের খবরও আসছে। মে মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত ফ্রান্সের মূলভূখণ্ডে বাইরে থেকে আসা প্রায় ৮০০ জনের শরীরে চিকুনগুনিয়া ধরা পড়েছে। এছাড়া ফ্রান্সের দক্ষিণের অঞ্চলগুলোতে স্থানীয় মশার মাধ্যমে সংক্রমিত ১২ জন শনাক্ত হয়েছে। ইতালিতেও গত সপ্তাহে একজনের শরীরে চিকুনগুনিয়া ভাইরাস ধরা পড়েছে।

প্রধানত এইডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ানো চিকুনগুনিয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এই এইডিস মশাই ডেঙ্গু ও জিকা ভাইরাসেরও বাহক। বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়া অতি দ্রুত বড় প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে। এইডিস জাতীয় মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, তাই প্রতিরোধই চিকুনগুনিয়া ভাইরাস থেকে বাঁচার প্রধান উপায়। তারা ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে মশার স্প্রে ব্যবহার এবং লম্বা হাতাযুক্ত পোশাক পরারও পরামর্শ দিচ্ছেন।

সূত্র : রয়টার্স

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শ্রমিকের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর: আবুল হাশেম বাদল Oct 17, 2025
img
নতুন বিএমডব্লিউ গাড়ি পেলেন রিয়াল তারকারা! Oct 17, 2025
img
সেমিফাইনালে শেষ জারিফের লড়াই Oct 17, 2025
img
রাকসুতে ১১ হলের ফল ঘোষণা Oct 17, 2025
'মার্চ টু যমুনা' কর্মসূচি স্থগিত করলেন শিক্ষকেরা Oct 17, 2025
img

জাকসু নির্বাচন ২০২৫

ফল প্রকাশ হয়েছে শহীদ শামসুজ্জোহা হলের Oct 17, 2025
ভোটের পরিবেশ ও ফলাফল নিয়ে যা বলছেন নির্বাচন কমিশনার Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

কাজী নজরুল মিলনায়তনে হঠাৎ ঢুকে পড়লেন সহস্রাধিক শিক্ষার্থী Oct 17, 2025
ঐকমত্য কমিশনের আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া Oct 17, 2025
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ভোগান্তি Oct 17, 2025
শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর Oct 17, 2025
আবারও কমলো বাংলাদেশি পাসপোর্টের ক্ষমতা, র‍্যাংক ১০০ Oct 17, 2025
২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস Oct 17, 2025
গাজায় ৯০০ টন খাবার নিয়ে তুরস্কের জাহাজ! Oct 17, 2025
এনসিপি ঘোষণা, জুলাই সনদে স্বাক্ষর করবে না! Oct 17, 2025
img
জিএসপি প্লাস সুবিধা পেতে নেদারল্যান্ডসের সহায়তা প্রত্যাশা বাংলাদেশের Oct 17, 2025
আইপিএলে ফিরলেন উইলিয়ামসন, তবে ভিন্ন রূপে Oct 17, 2025
নেটফ্লিক্সের মাধ্যমে ফুটবল ভক্তদের নতুন অভিজ্ঞতা Oct 17, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

ফল প্রকাশ হয়েছে সৈয়দ আমীর আলী হলে Oct 17, 2025
img
রাকসুতে ৮ হলের ফল ঘোষণা Oct 17, 2025