আজকের দিনে বলিউডে যদি নতুন তারকাদের কথা বলা হয়, অনীত পদ্দার নাম নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে। মোহিত সূরি পরিচালিত ‘সইয়ারা’ ছবিতে আহান পান্ডের বিপরীতে তাঁর অসাধারণ অভিনয় ইতিমধ্যেই ১৩০ কোটির ক্লাবে পৌঁছে দিয়েছে ছবিকে। তবে এই সাফল্য যেন হঠাৎ আসেনি—বরং অনেক ছোট ছোট ধাপ পেরিয়ে তৈরি হয়েছে অনীতের এই বড় ‘ব্রেক’।
স্মৃতিতে কি ভেসে আসে সেই মেয়েটির ছবি? যিনি নেসক্যাফে হাতে পড়ার ফাঁকে একটু স্বস্তি খুঁজছিলেন? অথবা ডেইরি মিল্ক সিল্ক-এর বিজ্ঞাপনে সঙ্গীত ক্লাসে কোমল হাসিতে মন溶িয়ে দিয়েছিলেন? হ্যাঁ, সেসবই ছিলেন অনীত। ২০২২ সালের দিকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বিজ্ঞাপনগুলোতে নিজের অসাধারণ এক্সপ্রেশন ও ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যে চোখে পড়েছিলেন তিনি।
Paytm-এর মতো নামী ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন অনীত। ধীরে ধীরে বাড়ছিল তাঁর উপস্থিতি, জনপ্রিয়তা, আর তারকার সম্ভাবনা।
তার পরবর্তী ধাপ ছিল OTT প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ। 'Big Girls Don’t Cry' ওয়েব সিরিজে আত্মবিশ্বাসী অভিনয় কিংবা 'Salaam Venky'-তে সংবেদনশীল পার্শ্বচরিত্র—এই সব কাজেই তাঁর অভিনয়ের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। হয়তো তখন headlines হয়নি, কিন্তু অনীত নিজের প্রস্তুতি তখন থেকেই সুনিপুণ ভাবে করে চলেছিলেন।
‘সইয়ারা’-র বিশাল সাফল্য আসলে এই ছোট ছোট সিঁড়িগুলোর ফল। সময় নিয়েছেন, কিন্তু নিজেকে গড়ে তুলেছেন ধৈর্য, প্রতিভা আর প্রজ্ঞা দিয়ে। তাই আজকের এই নায়িকা শুধু বক্স অফিসের নয়, দর্শকের মনও জয় করেছেন নিঃশব্দে, ধীরে, এবং পরিপূর্ণভাবে।
অনীতের পথচলা যেন মনে করিয়ে দেয়—স্টারডম কখনও হঠাৎ আসে না, আসে ছোট ছোট স্বপ্ন, প্রচেষ্টা আর নিরব প্রস্তুতির ফল হিসেবে।
এসএন