লিবিয়ায় ২০ হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী: আইওএম

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় বর্তমানে ২০ হাজার ৪১১ জন বাংলাদেশি অভিবাসী আছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। সংস্থাটির ‘ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্সের (ডিটিএম) ৫৭তম প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

চলতি বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে ‘ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্সের (ডিটিএম)’ তৈরি করা এই প্রতিবেদন সোমবার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে লিবিয়ায় অবস্থানরত অভিবাসীদের সংখ্যার বিবেচনায় সপ্তম স্থানে রয়েছেন বাংলাদেশিরা; যা দেশটির অভিবাসী জনসংখ্যার প্রায় দুই শতাংশ। লিবিয়ায় বর্তমানে মোট অভিবাসীর সংখ্যা আট লাখ ৬৭ হাজার। যারা বিশ্বের ৪৪টি দেশ থেকে এসেছেন।

বিশেষ করে ত্রিপোলি ও বেনগাজি শহরে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বেশি। অধিকাংশ বাংলাদেশিই পুরুষ এবং তারা নির্মাণ, পরিচ্ছন্নতা ও কারখানা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত আছেন। তাদের বেশিরভাগই স্বল্প মজুরি ও অনিরাপদ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন।

আইওএম বলেছে, এই অভিবাসীরা মূলত আর্থিক সংকট ও বেকারত্বের কারণে বাংলাদেশ ছেড়েছেন। অনেকেই মধ্যপ্রাচ্য ঘুরে লিবিয়ায় পৌঁছেছেন এবং যাত্রাপথে অ্যাজেন্টদের মাধ্যমে ভ্রমণের জন্য গড়ে চার হাজার ৪১৪ মার্কিন ডলার ব্যয় করেছেন। যা অন্যান্য দেশের অভিবাসীদের তুলনায় সর্বোচ্চ।

লিবিয়ায় অভিবাসীদের জন্য চিকিৎসা ও শিক্ষা সুবিধাও সংকুচিত। ৭৫ শতাংশ অভিবাসী স্বাস্থ্যসেবা পান না। যেসব অভিভাবকের সন্তান আছে তাদের অর্ধেকের বেশি বলেছেন, তাদের সন্তানদের স্কুলে যাওয়ার সুযোগ নেই।

অভিবাসীদের মধ্যে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত। নারী অভিবাসীদের ৫৬ শতাংশ কাজ খুঁজছেন। পুরুষদের মধ্যে এই হার ২০ শতাংশ। অনেক নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

আইওএম বলেছে, সাব-সাহারা আফ্রিকা, মিসর, চাদ এবং নাইজার থেকে আসা অভিবাসীরা লিবিয়ায় সংখ্যাগরিষ্ঠ হলেও বাংলাদেশ হচ্ছে গুটিকয়েক এশীয় দেশের একটি, যাদের নাগরিকদের লিবিয়ায় উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। সিরিয়া, পাকিস্তান এবং ফিলিস্তিন থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী আছেন উত্তর আফ্রিকার এই দেশটিতে।

প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় বসবাসরত অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন সুদানের নাগরিকেরা। দেশটি থেকে এসেছেন প্রায় দুই লাখ ৮২ হাজার অভিবাসী, যা মোট অভিবাসীর ৩৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে আফ্রিকার দেশ নাইজার, যেখান থেকে এসেছেন এক লাখ ৮৮ হাজার ২৯৭ জন অর্থাৎ মোট অভিবাসী সংখ্যার ২২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মিসর থেকে আসা অভিবাসীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ৮০ জন বা ১৯ শতাংশ।

এরপর রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদ, যেখান থেকে এসেছেন ৮৫ হাজার ৪৭৪ জন অভিবাসী, যা অভিবাসী সংখ্যার ১০ শতাংশের সমান। পঞ্চম স্থানে থাকা নাইজেরিয়া থেকে এসেছে ২৯ হাজার ৩৮৩ জন, অর্থাৎ ৩ শতাংশ।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সিরিয়া, যেখান থেকে এসেছে ২৩ হাজার ৭৩২ জন অভিবাসী, যা মোটের ৩ শতাংশ। বাংলাদেশ আছে সপ্তম স্থানে। এরপর রয়েছে ঘানা, যার অভিবাসীর সংখ্যা ১২ হাজার ৭৬৭ জন এবং মালি থেকে এসেছেন ১২ হাজার ২৪৮ জন অভিবাসী।

দশম অবস্থানে রয়েছে ফিলিস্তিন, যেখান থেকে এসেছেন ছয় হাজার ৫৬৫ জন অভিবাসী।

লিবিয়া অভিবাসীদের জন্য মূল গন্তব্য দেশ নয়। এটি ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের জন্য একটি ট্রানজিট পয়েন্ট। অনেকেই লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ সেখানে থেকে যাওয়ার পরিকল্পনাও করছেন। আবার অনেকেই নিজ দেশে ফিরে যেতে চান। কিন্তু পরিস্থিতির কারণে সেটি সব সময় সম্ভব হয় না। ইনফোমাইগ্রেন্টস।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

যে কাজ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন | ইসলামিক টিপস Jul 25, 2025
রিল দুনিয়ায় ঝলক দেখাচ্ছেন বিদ্যা বালান Jul 25, 2025
নাটকের শুটিং নিষিদ্ধের আহ্বান শামীম সরকারের Jul 25, 2025
থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে দ্বিতীয় দিনেও গোলাগুলি Jul 25, 2025
img
ভোট সামনে রেখে ঐক্যে আরো দৃঢ়তা আনতে চায় ইসলামী ৪ দল Jul 25, 2025
img
‘সাতকানিয়া ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না’ Jul 25, 2025
img
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩ হাজার কোটি ডলার Jul 25, 2025
img
বিরামপুরে কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার Jul 25, 2025
img
এশিয়া কাপের ভেন্যু ও শুরুর সময় চূড়ান্ত! দাবি ভারতীয় গণমাধ্যমের Jul 25, 2025
img
কারাগার পরিদর্শনে কোন ভুল বোঝাবুঝির সুযোগ দেবেন না ধর্ম উপদেষ্টা Jul 25, 2025
img
শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসছে, ছেলেকে এবার সময় দিতে পারব: শাকিব খান Jul 25, 2025
img
ফিরলেন শাহিন আফ্রিদি, বাদই থাকলেন বাবর-রিজওয়ান Jul 25, 2025
img
জাভিকে কেন নাকচ করল ভারত? Jul 25, 2025
img
বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয় Jul 25, 2025
img
ভয়াবহ বিপর্যয়ে নেতানিয়াহুর দেশ, দিশাহারা বিশেষজ্ঞরা Jul 25, 2025
img
গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত Jul 25, 2025
বাংলাদেশের কাছে হার লজ্জাজনক: বললেন পাকিস্তানের সাবেক তারকা! Jul 25, 2025
img
প্রতিভার মতো পান্তের বড় একটা হৃদয়ও আছে: নাসের Jul 25, 2025
দেশের একজন বড় শত্রু গ্রেপ্তার হলো: মির্জা ফখরুল Jul 25, 2025
ভোটার তালিকা এখন সারা বছর হালনাগাদযোগ্য: ইসি Jul 25, 2025