রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জুয়েল (৩০), ইউসুফ (৩৮), সামির (২৪), হাবিব (৪৫), বাদশা (১৭) ও কাদের (২৪)।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৪ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এছাড়াও অভিযানে ডাকাতির প্রস্তুতির মামলায় একজন এবং অন্যান্য অপরাধে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এমকে/টিকে