মিরপুর শেরে-ই-বাংলার উইকেট নিয়ে সদ্য সমাপ্ত সিরিজে কম জলঘোলা হয়নি। শুরুতে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে মিরপুরের উইকেটকে একহাত নেন। গতকাল তৃতীয় ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাও এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে এমন উইকেট কাজে আসবে না বলে একপ্রকার ক্ষোভ ঝারলেন।
যদিও টাইগার অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ভিন্ন সুর। উইকেট নিয়ে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘না এটা ভালো উইকেট ছিল। আগের দুই ম্যাচ যে খেললাম ওইটার চেয়ে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আমাদের বোলিং ইউনিট খুবই ভালো করেছে। অধিনায়ক হিসেবে মনে করি, ১৮০ চেইজ করার মত ছিল। ব্যাটিং ইউনিট ক্যাল্কুলেটিভ খেলাটা খেলতে পারেনি।’
লিটন আরও বলেন, ‘কিছুদিন আগে সেন্ট ভিনসেন্টে বিশ্বকাপ খেললাম একই ধরনের উইকেটে। সিরিজ না বিশ্বকাপে। ১৩০, ১৪০ রানও বেশি ছিল। ক্রিকেটে এমন থাকবে কিছু কিছু দিন। প্লেয়ার হিসেবে আমাদের মানিয়ে নিয়ে খেলাটাই কাজ। প্রথম দুই ম্যাচে আমরা পেরেছি, তারা পারেনি। আজকে আমরা পারিনি তারা ভালো খেলেছে।’
ব্যাটারদের জ্বলে উঠতে না পারা প্রসঙ্গে লিটন জানান, ‘না দুঃসংবাদ না। ভালো ক্রিকেট খেলিনি। আগের ৪ ম্যাচ টপ অর্ডারে কেউ না কেউ রান করেছে। শেষ ম্যাচ বাদে সব ম্যাচে টপ অর্ডার রান করেছে। ক্রিকেট খেলায় কারও উপর নির্ভর করা উচিত না। সুযোগ পেলে সবাইকেই ভালো করতে হবে। আজকে অনেক ভালো উইকেট ছিল। ব্যাটিং ইউনিট আজকে ব্যর্থ হয়েছে।’
এমন উইকেটে খেললে সামনের এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে কি না প্রশ্নের জবাবে লিটন বলেছেন, ‘অবশ্যই এভাবে এমন উইকেটে খেলে গেলে এটা অবশ্যই সাহায্য করবে। অবশ্যই সাহায্য করবে। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সাহায্য করবে বলে মনে হয়।’
এমকে/এসএন