জাতির সংকটকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা কখনও দেশ ছেড়ে পালায়নি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, দল ও জাতির সংকটে কখনও দেশ ছেড়ে পালায়নি জামায়াত ইসলামীর কোনো নেতা। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল, নির্যাতনের অভিযোগ নেই।
কুরআনের আইন চালু হলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না এমন অভিযোগের সমালোচনা করে তিনি বলেন, ইসলামে নারীর যে সম্মান দেয়া হয়েছে, অন্য কোনো ধর্মে তা নেই। চাকরি, ব্যবসাসহ সব ক্ষেত্রে নারীরা অংশ নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াতে ইসলামী।
জামায়াত আমির বলেন, সমাজ বদলের কোনো অলিক কল্পনা নয়, বাস্তব স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সব বাধা দূর করে বিজয় অর্জনে এগিয়ে যাবো। আসছে নির্বাচনে দল গুছিয়ে সম্পদ, পরিশ্রম কাজে লাগিয়ে ধৈর্য ও সাহসিকতার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হবে জামায়াত ইসলামী।
পিএ/এসএন