পানির ওপর নাম জীবন হলেও যদি সেটা দুষিত হয়, তাহলে পানিই হতে পারে নানা রোগের কারণ। তাই পানি বিশুদ্ধ করতে আমরা অনেকেই ফুটিয়ে নেই। আবার কেউ কেউ সহজ পদ্ধতি হিসেবে পানি ফিল্টার করে থাকেন। কেউবা ফিটকিরি ব্যবহার, ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং ব্যবহার করে থাকেন।
অথচ অনেকেরই জানা নেই যে, প্রাকৃতিক ও কৃত্রিম উপায়ে পানি বিশুদ্ধ করা যায়। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, সজনের দানা পানি বিশুদ্ধকরণের সবচেয়ে ভালো প্রাকৃতিক উপায়।
সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, সজনের দানা পানি দূষণ রোধ করে, পানিতে কোনো রকম দূষণীয় ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব উপাদান দ্রবীভূত হতে দেয় না।
এছাড়া, আমেরিকা, নামিবিয়া, ফ্রান্স ও বতসোয়ানার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় প্রমাণিত হয়েছে, সজনের আণবিক্ষণিক প্রোটিন উপাদান পানি বিশুদ্ধকরণে বিশেষ ভূমিকা রাখে। একইভাবে সজনে শরীরকে বিশুদ্ধ রাখে।
টাইমস/জিএস