অনেক আগে থেকেই হলিউডের দাপুটে দুই অভিনয়শিল্পী জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জোলির বন্ধুত্ব থাকলেও এখন দুজনের মধ্যে অন্যরকম এক সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে! দুজনে নাকি এখন গোপনে দেখা করছেন। জোলির সঙ্গে এখন আরও গভীর সম্পর্কে জড়াতে চাইছেন জনি ডেপ, এমনটাই বলছে রাডারঅনরাইন।
সূত্রের বরাতে বলা হচ্ছে, লন্ডন ও লস অ্যাঞ্জেলসে গোপনে একাধিকবার দেখা করেছেন এই দুই তারকা। একজন ঘনিষ্ঠসূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘তারা এতটাই সাবধানতার সঙ্গে এগোচ্ছে যে, প্রায় কেউ টেরই পাচ্ছে না।
বিলাসবহুল প্রাইভেট স্যুট, লো-প্রোফাইল ক্লাবে দেখা করছেন—সবই একান্তে, জনচক্ষুর আড়ালে।’
তবে এই সম্পর্ক এখনো বন্ধুত্বের স্তরেই আটকে আছে! কিন্তু ডেপ নাকি চান, সেটা একটা ‘পূর্ণাঙ্গ প্রেমের গল্পে’ রূপ নিক!
৬১ বছর বয়সী জনি ডেপ দীর্ঘদিন ধরেই ৫০ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলির প্রতি দুর্বল ছিলেন। এমনকি অনেকে মনে করেন, জোলির প্রতি মোহই তাকে অ্যাম্বার হার্ডের প্রতি আকৃষ্ট করেছিল—কারণ হার্ডের মধ্যে জোলির মতো রূপ, স্বাধীনতা ও ব্যক্তিত্বের ছায়া ছিল!
একজন ওই প্রতিবেদককে জানান, ‘অ্যাঞ্জি সেই রকম নারী, যাকে পুরুষেরা কামনা করে—অত্যন্ত সংবেদনশীল, সম্মানিত, বইপড়ুয়া মনস্ক। ডেপ সেই আকর্ষণ কাটিয়ে উঠতে পারেননি কখনোই।’
ব্র্যাড পিটের সঙ্গে বিবাদের পর থেকে জোলি প্রকাশ্যে একা ছিলেন। তবে রাডারঅনলাইনের দাবি, ‘অ্যাঞ্জেলিনাও জনির প্রতি প্রবলভাবে আকৃষ্ট’।
সব মিলিয়ে, এই দুই তারকার গোপন ঘনিষ্ঠতা এখন হলিউডে আলোচনার বিষয়বস্তু! প্রশ্ন একটাই—এই সম্পর্ক কি শুধুই পুরনো বন্ধুত্বের ছায়া, নাকি নতুন এক প্রেমের শুরু?
এফপি/ এসএন