এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের ম্যাচের ভেন্যু কাতারের দোহায়। যেখানে কিংসের প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল কারমাহ। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া নিরপেক্ষ ভেন্যু কাতারে ১২ আগস্টের ম্যাচটি আয়োজন করছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন ইতোমধ্যে বাফুফে ও কিংসকে অবহিত করেছে বিষয়টি।
এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য এক সপ্তাহ আগে ঢাকা আবাহনী অনুশীলন শুরু করেছে। অথচ বসুন্ধরা কিংস এখনও মাঠেই নামতে পারেনি। আজ অনুশীলন শুরু হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়নি। কোচিং স্টাফের একজনের তথ্য– রোববার থেকে অনুশীলন হতে পারে।
গত কয়েক বছর বসুন্ধরা কিংস ক্যাম্প ও অনুশীলন শুরুর দিক থেকে সবার চেয়ে এগিয়ে ছিল। এবার চলমান মৌসুমের দলবদলে খেলোয়াড় ও কোচ নিয়োগে তেমন ঢাকঢোল নেই ক্লাবটির। এখনও বিদেশি কোচ ও খেলোয়াড় চূড়ান্ত করতে পারেনি কিংস। বিদেশি কোচ কবে এসে অনুশীলন শুরু করবেন সেটাও অনিশ্চিত।
বসুন্ধরা কিংস ২০১৮ সাল থেকে প্রিমিয়ার ফুটবল লিগ খেলছে। টানা পাঁচ আসর তারা লিগ চ্যাম্পিয়ন ছিল। গত মৌসুমে মোহামেডানের কাছে লিগ শিরোপা হারিয়েছে তারা। মোহামেডান চ্যাম্পিয়ন হলেও ক্লাব লাইসেন্স না থাকায় এএফসি আসরে খেলতে পারেনি। দক্ষিণ এশিয়ার অন্য দেশেও এএফসি লাইসেন্স শর্ত পূরণ না করায় বাংলাদেশ থেকে আরেকটি বাড়তি স্লট পাওয়ায় তৃতীয় হয়েও এএফসি চ্যালেঞ্জ লিগে কিংস। নতুন মৌসুম কিংসের জন্য শিরোপা পুনরুদ্ধারের লড়াই।
ঢাকা আবাহনী নানা প্রতিকূলতার মধ্যেও এবার দলবদলে চমক দেখিয়েছে। গত পাঁচ-ছয় মৌসুম দলবদলে দাপট দেখানো কিংস অনেকটাই চুপসে গেছে। বসুন্ধরা কিংসের কোচিং স্টাফ, কর্মকর্তা কারও পক্ষ থেকে দলবদল ও কোচ সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউটি/টিএ