টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহকদের শীর্ষ তালিকায় আগে থেকেই ছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্টে রেকর্ডময় সেঞ্চুরিতে তিনি এক লাফে তিন ধাপ এগিয়েছেন। এদিনই (শুক্রবার) রুট পেছনে ফেলেছেন রিকি পন্টিং, জ্যাকস ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের। এখন রুটের সামনে আছেন কেবল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহকে পরিণত হন রুট। টপকে যান সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে। সবমিলিয়ে টেস্টে সর্বোচ্চ রান শচীনের, ১৫ হাজার ৯২১। দুইয়ে উঠে আসা রুট এখনও ইংলিশদের হয়ে ১৩৬ রানে ক্রিজে অপরাজিত। সবমিলিয়ে সাদা পোশাকে তার রানটা পৌঁছে গেল ১৩ হাজার ৩৮৫–তে। ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে আজ ব্যাট করতে নামার পর আর ১১ রান করতেই দ্রাবিড়কে টপকান রুট। এভাবে তিনি ক্রমান্বয়ে ক্যালিস ও পন্টিংকে ছাড়িয়ে গেলেন।
এখন পর্যন্ত প্রথম ইনিংসে ইংলিশদের সংগ্রহ ৪ উইকেটে ৪৬৭ রান। ইতোমধ্যে ভারতের রান পেরিয়ে স্বাগতিকরা ১১০ রানের লিড নিয়েছে। এর আগে সফরকারী শুভমান গিলের দল প্রথমি ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে যায়। তাদের হয়ে ফিফটি করেছেন সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্ত। বেন স্টোকস টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট শিকার করেন। এরপর ইংলিশদের প্রথম ইনিংসের শুরুটাও হয়েছে। দুই ওপেনার বেন ডাকেট (৯৪) ও জ্যাক ক্রাউলি (৮৪) মিলে গড়েন ১৬৬ রানের জুটি। দুজনেই সেঞ্চুরির পথে থাকলেও আক্ষেপ নিয়ে ফেরেন।
তৃতীয় উইকেটে রুট ও ওলি পোপ মিলে গড়েন ১৪৪ রানের জুটি। পোপ ৭১ রানে ফিরলেও, রুটের ব্যাটের ধার কমেনি। তার সঙ্গে তালি মিলিয়ে ব্যক্তিগত ফিফটি করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও। এই প্রতিবেদন প্রকাশের আগপর্যন্ত রুট ২৩৩ বলে ১৪টি চারে ১৪০ রানে ব্যাট করছেন রুট। আজ তিনি পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। সামনে আছেন শচীন (৫১), ক্যালিস (৪৫) ও পন্টিং (৪১)।
এই মুহূর্তে রুট কতটা ফর্মে আছেন সেটি একটি পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যায়। ২০২১ সালের পর থেকে এখন পর্যন্ত তিনি ২১টি টেস্ট সেঞ্চুরি করেছেন। একই সময়ে স্টিভ স্মিথ ও কেইন উইলিয়ামসন সমান ১০ এবং হ্যারি ব্রুক করেছেন ৯টি সেঞ্চুরি। রুট কেবল ঘরের মাঠেই ২৩টি সেঞ্চুরি করেছেন টেস্টে। যা ঘরের মাঠে যৌথভাবে সর্বোচ্চ। নিজেদের মাটিতে সমান সংখ্যক টেস্ট সেঞ্চুরি রয়েছে পন্টিং, ক্যালিস ও মাহেলা জয়াবর্ধনের।
এ ছাড়া ফরম্যাটটিতে কেবল ভারতের বিপক্ষে ১২তম সেঞ্চুরি করলেন রুট। যা দলটির বিপক্ষে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ। নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির দিক থেকে তিনি তিন নম্বরে অবস্থান করছেন। ডন ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৯, সুনীল গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ এবং জ্যাক হসব অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ এবং স্টিভেন স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে ১২টি সেঞ্চুরি করেছেন।
এফপি/ এসএন