এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটাক্ষ করলেন তার বিরোধী কংগ্রেসের দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আসলে মোদির কোনো দম নেই। গণমাধ্যমে তাকে ফলাও করে প্রচার করা হলেও তিনি লোক দেখানো ছাড়া কিছুই পারেন না।
শুক্রবার (২৫ জুলাই) দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ওবিসি সম্প্রদায়কে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
সেই সভায় দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা কী, সেই প্রশ্ন ছুঁড়ে দেন রাহুল। উত্তরে এক দর্শক বলেন, 'নরেন্দ্র মোদী'। রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে বলেন, 'না, নরেন্দ্র মোদী বড় সমস্যা নয়। তাকে ঘিরে শুধু প্রচারটাই রয়েছে। আমি বহুবার তার সঙ্গে দেখা করেছি, একসঙ্গে বসেছি, কথা বলেছি।
আমার স্পষ্ট মনে হয়েছে, সবটাই লোক দেখানো। আসলে তিনি ততটাও শক্তিশালী নন, যতটা ভাবা হয়। তাকে অযথা গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন রাহুল।
এদিকে রাহুল গান্ধীর এই বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সভা থেকে আরও একটি বড় অভিযোগ তুলে রাহুল বলেন, দেশের আমলাতন্ত্রে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির প্রতিনিধিত্ব নেই।
তিনি বলেন, 'ভারতের ৯০ শতাংশ মানুষ হলেন দলিত, অনগ্রসর, আদিবাসী ও সংখ্যালঘু। অথচ বাজেট ঘোষণার আগে যখন 'হালুয়া অনুষ্ঠান' হয়, তখন সেই ৯০ শতাংশের কাউকে সেখানে দেখা যায় না। হালুয়াটা আমরা বানাচ্ছি, আর খাচ্ছে অন্যেরা।'
এদিকে ইংরেজি ভাষা নিয়ে বিজেপির অবস্থান নিয়েও তীব্র সমালোচনা করে রাহুল বলেন, 'ওরা বলছে ইংরেজি তুলে দেবে, অথচ ওদের নিজের সন্তানরা কোথায় পড়ে? ইংরেজি মাধ্যমেই তো! তারা কি লন্ডন-আমেরিকায় গিয়ে হিন্দিতে পড়ে? আঞ্চলিক ভাষা যেমন প্রয়োজনীয়, তেমনই সমান গুরুত্বপূর্ণ ইংরেজিও।'
এমআর