রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেছেন, রেলপথকে আধুনিক ও লাভজনক করতে পরিকল্পিতভাবে রেশনালাইজেশন করা হবে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ মইনউদ্দিন বলেন, ‘ব্যবসা ও যাত্রী পরিবহনের দিকটি মাথায় রেখে রেলপথ পুনর্গঠন করা হবে, যেন ব্যক্তিগত ইচ্ছায় কোনো রুট নির্ধারিত না হয়।’
তিনি বলেন, ‘কোনো রেলপথ কতটা লাভজনক, কোনটি কম লাভজনক বা একেবারেই লস করছে এসব তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে লস করা রেলপথ তুলে অন্যত্র প্রতিস্থাপন করা হবে।’
পরিদর্শনকালে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে তিনি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন।
কেএন/টিএ