ভারতের গ্রামবাংলার ঘোমটার অন্তরালে নারীদের জীবনের যন্ত্রণার গল্প উঠে এসেছিল কিরণ রাও পরিচালিত প্রশংসিত চলচ্চিত্রে। এবার সেই ধাঁচের গল্প আসছে বাংলার টেলিভিশন পর্দায়। ‘কনে দেখা আলো’ নামে নতুন একটি ধারাবাহিক শুরু হতে চলেছে জি বাংলায়, যার প্রোমো ইতোমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা মিলেছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায় এবং ‘জুডো ঝিলিক’ খ্যাত নন্দিনী দত্তের।
গ্রামের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকে দেখানো হয়েছে দুই নবপরিণীতাকে একজন গ্রামের মেয়ে লাজবন্তী, যার চরিত্রে সাইনা; অন্যজন শহরের বনলতা, যাকে রূপ দিয়েছেন নন্দিনী। দুইজনের সাজপোশাকে বিরাট ফারাক। একজন ঐতিহ্যবাহী বেনারসি ও গয়নায় সজ্জিত, অন্যজন আধুনিক পোশাকে। তাদের দুজনকে ঘিরেই এগোবে ধারাবাহিকের মূল গল্প, যেখানে প্রাথমিক ইঙ্গিত বলছে, ভুলবশত বা চাপে পড়ে বউ বদলের মতো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে।
এখনও ধারাবাহিকটির সম্প্রচারের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি, তবে প্রোমো ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। সাইনার বিপরীতে দেখা যাবে ‘মিঠিঝোরা’ খ্যাত মৈনাক ঢোলেকে এবং নন্দিনীর বিপরীতে থাকবেন সোমরাজ মাইতি।
এমকে/টিকে