ভারতের রাজস্থানে গত শুক্রবার (২৫ জুলাই) সকালে স্কুল চলাকালীন একটি ভবনের ছাদ ধসে ৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃত এই ৭ শিশুর পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজস্থান সরকার। খবর নিউজ নাইনের।
শনিবার (২৬ জুলাই) রাজস্থান সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এছাড়া ধসে পড়া স্কুলে নতুন স্কুল ভবন নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, সেখানে নতুন ক্লাসরুমগুলো নিহত শিশুদের স্মৃতিতে নামকরণ করা হবে।
তবে মৃতের স্বজনদের দাবি, পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হোক।
অন্যদিকে ছাত্রদের অভিযোগ, তারা আগে থেকেই ছাদ থেকে কঙ্কর পড়ছে জানিয়ে সতর্ক করেছিল, কিন্তু শিক্ষকরা তা পাত্তা দেয়নি, ফলে এ দুর্ঘটনা ঠেকানো যায়নি বরে অভিযোগ রয়েছে।
জেলা কালেক্টর অজয় সিং রাথোর জানিয়েছেন, এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এমআর