নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী আগস্টে তিন দল নিয়ে চ্যালেঞ্জ কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী বিশ্বকাপের আগে এটি হবে একটি ঘরোয়া প্রস্তুতি টুর্নামেন্ট।
চ্যালেঞ্জ কাপ হবে আগামী ১৮ থেকে ২৮ আগস্ট, বিকেএসপিতে। টুর্নামেন্টে তিনটি দল খেলবে। দুটি হবে নারী দলের, যেখানে জাতীয় দলের ক্রিকেটার ও সম্ভাব্য খেলোয়াড়রা থাকবেন।
তৃতীয় দলটি হবে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৫ দল। রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে ম্যাচগুলো।
এটি প্রথমবার নয়, এর আগেও অনুরূপ প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগ্রেসরা। গত বছর নারী এশিয়া কাপের আগে অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছিল মেয়েরা।
এই মুহূর্তে জাতীয় নারী দল সিলেটে অনুশীলন ক্যাম্পে রয়েছে। এই ক্যাম্প শেষ হবে ২৯ জুলাই। এরপর ৬ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিকেএসপিতে হবে আরেকটি ক্যাম্প।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘সিলেট ক্যাম্পে এখন ১৮ জন আছে। বিকেএসপির ক্যাম্পে ২-৩ জন বাড়ানো হতে পারে। তারপর টুর্নামেন্ট শুরু হবে। সেপ্টেম্বরে ঢাকায় আরেকটা ক্যাম্প হতে পারে।’
জানা গেছে, আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নারী দল ভারতে যাবে। বিশ্বকাপে তারা প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ২ অক্টোবর কলম্বোয়।
এপ্রিলে বাছাইপর্ব খেলার পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টাইগ্রেসরা। কিন্তু বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাকি সাতটি দল ইতোমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে অথবা বিশ্বকাপের আগেই খেলবে।
ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা মে মাসের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ভারত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে। আর পাকিস্তান আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশ দল তাদের প্রস্তুতিতে ঘাটতি মেটাতে নিজেদের মধ্যেই সিরিজ খেলবে এখন।
এমকে/টিকে