ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস শুধুই একজন ক্রিকেটার নন, তিনি একজন সিনেমাপ্রেমীও। এটা গোপন কোনো তথ্য নয়। তার জীবনভিত্তিক ডকুমেন্টারি Ben Stokes: Phoenix from the Ashes ইতোমধ্যেই অ্যামাজন প্রাইমে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তার সাহসী ও আত্মত্যাগমূলক নেতৃত্বের পেছনেও রয়েছে এক সিনেমার প্রভাব।
সেই সিনেমাটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক হলিউড মুভি ‘Fury’, যেখানে বিখ্যাত অভিনেতা ব্র্যাড পিট অভিনয় করেছেন ডন ‘ওয়ারড্যাডি’ কলিয়ারের ভূমিকায়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি স্টোকসের টেস্ট অভিষেকের ঠিক এক বছর পর পর্দায় আসে।
দ্য টাইমসে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের সঙ্গে আলাপে স্টোকস বলেন, “আমি কাউকে এমন কিছু করতে বলব না, যেটা আমি নিজে করতে প্রস্তুত না। ফিউরি দেখেছেন? যেখানে সে বলে, ‘তোমরা যাও, আমি একা লড়ব’—সেই মুহূর্তটা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।”
এবারের ভারত-ইংল্যান্ড সিরিজ যেন স্টোকসের নিজস্ব ‘ফিউরি’। ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে সেই ‘ওয়ারড্যাডি মুডে’ দেখা যায় স্টোকসকে। ব্যাট হাতে সেঞ্চুরি এবং বল হাতে পাঁচ উইকেট নিয়ে দুই দিকেই নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি। চাপের মুহূর্তে দলকে সামনে থেকে টেনে নিয়ে যান সাহসিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করে।
এফপি/টিকে