মাত্র ৯ দিনেই দেশজুড়ে ২০৮ কোটি রুপি আয় করে রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ ঢুকে পড়েছে ব্লকবাস্টার ক্লাবে। দ্বিতীয় সপ্তাহান্তের বাকি শো ও রাতের আয়ের হিসাব যোগ না করেই সিনেমাটির ঘরোয়া আয় দাঁড়িয়েছে ২০৮.১৩ কোটি রুপি। রবিবারের শেষে ২১০ কোটির ঘর ছাড়াবে, এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা।
মোহিত সুরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনীত পাড্ডা। আবেগঘন গল্প, মিষ্টি প্রেম আর হৃদয় ছোঁয়া সংগীতের কারণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে ছবিটি। সংগীতে ছিলেন মিথুন, তনিষ্ক বাগচী ও সচেত-পরম্পরা, যাঁদের কাজ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
মাত্র ৬০ কোটি রুপির বাজেট থেকে তৈরি হওয়া এই ছবি ইতিমধ্যেই তিন গুণেরও বেশি আয় করেছে শুধু ভারতেই। দর্শকের সাড়া ও বক্স অফিস সাফল্য প্রমাণ করেছে ভালোবাসার গল্প এখনও মানুষকে ছুঁয়ে যেতে পারে।
বিশ্বব্যাপী ‘সাইয়ারা’র আয় ছাড়িয়েছে ৩০০ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহান্ত শেষ হতে না হতেই সিনেমাটি পৌঁছাবে ৩৬৫ কোটি রুপির মাইলফলকে। ২০২৫ সালে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে ঢোকা দ্বিতীয় বলিউড সিনেমা এটি। তার আগে ছিল ‘ছাভা’। ফলে এই বছরের সাফল্য তালিকায় গর্বের সঙ্গে যুক্ত হলো আরও একটি নাম 'সাইয়ারা'।
এফপি/টিএ