বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি জনপ্রিয় মাধ্যম ফেসবুক। প্রতিদিন অসংখ্য ভিডিও, ছবি ও টেক্সট আকারে এ প্ল্যাটফর্মটিতে আপডেট দেয়া হয়।
এর মধ্যে কোনটিকে মানুষ বেশি পছন্দ করছে, তা জানার উপায় হলো ‘লাইক’ ফিচার। অর্থাৎ, যে পোস্টে সবচেয়ে বেশি লাইক হয়, ধরে নেয়া হয় ওই পোস্টটিই অন্যদের মধ্যে বেশি সাড়া ফেলেছে।
বিবিসির বরাত দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন মানচুন অং জানান, ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে তিনি এমন একটি প্রোটো টাইপ কোড খুঁজে পেয়েছেন, যা দিয়ে অচিরেই ফেসবুক পোস্ট থেকে লাইকের সংখ্যা লুকিয়ে রাখা হতে পারে।
তবে আশার কথা হলো, জন মানচুন অংয়ের খুঁজে পাওয়া কোডটি এখনো একটিভ করা হয়নি।
এদিকে ফেসবুকের মালিকাধীন ইন্সটাগ্রাম ইতিমধ্যে কানাডা, ব্রাজিলসহ সাতটি দেশে এই পরীক্ষাটি চালাচ্ছে, যেখানে শুধু ব্যবহারকারী নিজে দেখতে পাবেন তিনি ঠিক কতগুলো লাইক পেয়েছেন। এব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন মানচুন অং এবিষয়ে আরও জানান, এ ধরণের পরীক্ষামূলক ফিচার তৈরিতে, নিরীক্ষণে, গবেষণায় ও প্রকাশে যথেষ্ট সময়ের দরকার।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই ফিচারটি আসতে পারে আবার চলেও যেতে পারে। ইঞ্জিনিয়ার অং নিশ্চিত যে, লাইক সংখ্যা লুকিয়ে রাখা হলে তা ব্যবহারকারীদের অনেকের জন্যেই মঙ্গল হবে।
তবে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ এই মুহূর্তে পরীক্ষার ফলাফল প্রকাশে ইচ্ছুক নয়।
ফেসবুক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নীতিনির্ধারণী পরিচালক মিয়া গারলিক বলেন, এই পরীক্ষার ফলে ফেসবুক ব্যবহারকারী ঠিক কতগুলো লাইক পাচ্ছেন, তা নিয়ে তাদের মানসিক চাপ দূর হবে। সুতরাং ব্যবহারকারী সেটাই শেয়ার করবেন, যা তিনি ভালোবাসেন।
টাইমস/এনজে/জিএস