গত মৌসুমে এক উজবেক ফুটবলারকে চুক্তিকৃত অর্থ প্রদান করেনি ফকিরেরপুল ইয়ংমেন্স। তার আবেদনের প্রেক্ষিতে ফিফা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের উপর দলবদলে নিষেধাজ্ঞা এনেছে সম্প্রতি। উদ্ভুত পরিস্থিতিতে বাফুফে ফকিরেরপুলকে নিয়ে খানিকটা বিপাকেই পড়েছে।
আজ বাফুফের পেশাদার লিগ কমিটির সভা হয়েছে। সেই সভায় ফকিরেরপুল নিয়েই মূলত আলোচনা হয়েছে। লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেন, '১৪ আগস্ট দলবদলের শেষ সময়।
ফকিরেরপুলের উপর ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। তারা নিষেধাজ্ঞা কাটিয়ে নিবন্ধন করবে কিনা এ নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আনুষ্ঠানিক বৈঠকও করব। প্রয়োজনে আমাদের বিকল্প চিন্তা করতে হবে।'
ফকিরেরপুলের সাধারণ সম্পাদক আহমদ আলী অবশ্য এখনো লিগে খেলার আশা করছেন। তিনি বলেন, 'উজবেক খেলোয়াড়ের বকেয়া ও জরিমানা মিলিয়ে ২৫ লাখ টাকার মতো বিষয়। আমরা সেটা দ্রুত পরিশোধের চেষ্টা করছি। ইতোমধ্যে নতুন মৌসুমের জন্য কয়েকজন খেলোয়াড়ও নিয়েছি। প্রিমিয়ার লিগ খেলব ইনশআল্লাহ।’
বাংলাদেশের ক্লাবগুলোতে আর্থিক সংকট প্রকট। ফকিরেরপুল ইয়ংমেন্স ঐতিহ্যবাহী ক্লাব হলেও ক্যাসিনো কান্ডে ভাবমূর্তি ছিল নেতিবাচক। সেটা কাটিয়ে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে গত বছর প্রিমিয়ারে উঠেছিল। ঢাকা ওয়ান্ডারার্স প্রিমিয়ারে টিকতে না পারলেও ফকিরেরপুল অবনমিত হয়নি। এখন যদি ফকিরেরপুল ফিফা নিষেধাজ্ঞা না কাটাতে পারে এবং দল গঠনে ব্যর্থ সেক্ষেত্রে অবনমিত হওয়া ওয়ান্ডারার্স প্রিমিয়ারে টিকে থাকার সুযোগ পেতে পারে বলে গুঞ্জন রয়েছে। কারণ বাফুফে প্রিমিয়ার লিগ ১০ ক্লাব নিয়ে পরিচালনা করতে চায়।
গত মৌসুমে গাজীপুর, কিংস অ্যারেনা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লায় লিগ খেলা হয়েছিল। প্রতি ভেন্যু দু’টি করে ক্লাবের হোম ভেন্যু ছিল। এবার আগের সেই পাচ ভেন্যুর সঙ্গে আরো দুই ভেন্যু বাড়তে পারে। ‘রাজশাহীতে আগেও লিগের খেলা হয়েছে। গত মৌসুমে সেখানে অবশ্য হয়নি। এবার রাজশাহী ও মানিকগঞ্জে লিগের খেলা নিয়ে আজ আলোচনা হয়েছে। ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে এটা চূড়ান্ত হবে’, বলেন লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি।
জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর জাতীয় দল ব্যবহার করছে। অনেক ক্লাবের চাওয়া প্রিমিয়ার লিগের ম্যাচও এখানে করার। ফেডারেশন এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি। তবে ফেডারেশন কাপ বা কোনো টুর্নামেন্টের ফাইনাল জাতীয় স্টেডিয়ামে করার পরিকল্পনা ফেডারেশনের।
নতুন মৌসুম শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়ে। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এতে মুখোমুখি হবে। নিয়মানুয়ায়ী লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের ভেন্যু কুমিল্লায় ম্যাচ হওয়ার কথা। ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপের সম্ভাব্য দিনক্ষণ রয়েছে। ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল ম্যাচ থাকায় ঘরোয়া ফুটবলের সূচি পেছানোর জোর সম্ভাবনা রয়েছে।
সাফ অঞ্চলের ফুটবলারদের বাফুফে দেশি খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে। ক্লাবগুলো সাফ অঞ্চলের ৫ জন খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে। স্থানীয় হিসেবে গণ্য করায় একাদশে খেলানোর ব্যাপারে কোনো কোটা রাখেনি।
পিএ/টিএ