ম্যানচেস্টার সিটির সঙ্গে গত মৌসুমেই দুই বছরের নতুন চুক্তি করেছেন পেপ গার্দিওলা। যে চুক্তি ২০২৭ সালের জুনে শেষ হবে। এর আগে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন করায় স্প্যানিশ কোচের সংসার ভাঙতে বসেছিল। এবার নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেছেন ম্যানসিটি কোচ।
সংবাদ মাধ্যমকে গার্দিওলা জানিয়েছেন, ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি কোচিং থেকে বিরতি নিবেনে। যে বিরতি ১৫ বছরেরও হতে পারে। এছাড়া তার বার্সেলোনার ডাগ আউটে ফেরার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেছেন। সাবেক বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মিডফিল্ডার গার্দিওলা জানিয়েছেন, তার ক্যারিয়ারে বার্সা অধ্যায়ে ফুলস্টপ পড়ে গেছে।
জিকিউ’কে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘আমি জানি, ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে আমি বিরতি নেব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বলা ভালো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। জানি না, কত দিনের বিরতি নেব। এটা এক, দুই, তিন এমনকি ১৫ বছরেরও হতে পারে। কারণ আমার একটু থামা দরকার। নিজের দিকে, শরীরের দিকে ফিরে তাকানো উচিত।’
ম্যানসিটির দায়িত্ব শেষে কাতালুনিয়ায় ফিরবেন গার্দিওলা। যেখানে তার পরিবার থাকেন। যার অর্থ পরিবারের সঙ্গে থেকে বার্সার ডাগ আউটে দাঁড়ানোর সুযোগ থাকবে তার সামনে। কিন্তু পেপ জানিয়ে দিয়েছেন বার্সার কোচ আর হবেন না তিনি। এমনকি বার্সার প্রেসিডেন্ট হওয়ার জন্যও কখনো লড়বেন না।
বার্সেলোনা ও বায়ার্নের পর ম্যানসিটির দায়িত্ব নেওয়া গার্দিওলা বলেন, ‘এই অধ্যায় (বার্সা) শেষ, চিরদিনের জন্য। ওটা দারুণ একটা অধ্যায়, অতি চমৎকার। কিন্তু শেষ। আর বার্সার প্রেসিডেন্ট হওয়ার মতো অতো যোগ্য আমি নই।’
কেএন/টিকে