ফুরিয়ে যাচ্ছে পৃথিবীর ভূগর্ভস্থ পানি। ২০ বছরের স্যাটেলাইট পর্যবেক্ষণে ধরা পড়েছে এমনই লুকিয়ে থাকা এক বৈশ্বিক বিপর্যয়। এই লুকোনো জল সংকট ভবিষ্যতে আমাদের খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ সবকিছুকে চরম অনিশ্চয়তার মুখে নিয়ে যেতে পারে।
অতিরিক্ত পানি উত্তোলনই এই সংকটের মূল কারণ। বাড়তি জনসংখ্যা ও কৃষিকাজের চাহিদা পূরণে প্রতিদিনই বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে, যা পুনরায় ভরাট হচ্ছে না। অপরিকল্পিত ও অপচয়মূলক সেচব্যবস্থার ফলে পানির অপচয় হচ্ছে মারাত্মকভাবে। উন্নত পানি ব্যবস্থাপনার অভাব এই সংকট আরও বাড়িয়ে তুলছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমে যাচ্ছে বৃষ্টিপাত, বাড়ছে খরা ও বাষ্পীভবন। যার ফলে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক হারে ফিরতে পারছে না। এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তায়। ফসল উৎপাদন কমে যাচ্ছে, দাম বাড়ছে, এবং পানি ঘাটতির ফলে বাড়ছে পানিবাহিত রোগবালাই। জলাশয় শুকিয়ে যাওয়ার ফলে বন্যপ্রাণীর আবাস ধ্বংস হচ্ছে, এবং পুরো পরিবেশব্যবস্থায় নেতিবাচক পরিবর্তন দেখা দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষ এখনো এই লুকানো সংকট সম্পর্কে যথেষ্ট সচেতন নয়। কিন্তু এই অজ্ঞতা ভবিষ্যতে আমাদের বেঁচে থাকার জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে। সমাধানের জন্য প্রয়োজন দৈনন্দিন পানির ব্যবহার কমানো, বৃষ্টির পানি সংরক্ষণ, পুনঃব্যবহারযোগ্য পানি প্রযুক্তির ব্যবহার, এবং সবচেয়ে জরুরি-সরকারের পক্ষ থেকে কার্যকর পানি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
টিকে/