চীনের রাষ্ট্রদূতের ঘোষণা: ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে চার ধাপ

বাংলাদেশ-পাকিস্তান-চীন এই তিন দেশের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে রাষ্ট্রদূত এ তথ্য জানান।

তিনি বলেন, গত জুনে চীনের কুনমিংয়ে চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। ত্রিপক্ষীয় উদ্যোগটি বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করে নিয়েছে চীন। এর উদ্দেশ্য হলো, যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পায়।

তিন দেশের বৈঠক সফল হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওই বৈঠকে চারটি বিষয়ে সমঝোতা হয়েছে। প্রথমটি হলো, ত্রিপক্ষীয় সহযোগিতার নীতি কী হবে। নীতিগুলো হলো, সুপ্রতিবেশীসুলভ মনোভাব এবং বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক বিশ্বাস। দ্বিতীয় সমঝোতা হলো, ১২টি ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে সহযোগিতার জন্য। এরমধ্যে রয়েছে– কানেকটিভিটি, অবকাঠামো, বিনিয়োগ, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, পানি সহযোগিতা এবং আরও বিষয়। তৃতীয় সমঝোতা হলো– মহাপরিচালক স্তরে একটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করা এবং চতুর্থ সমঝোতা হলো, ওই সহযোগিতা বহুপক্ষীয় ব্যবস্থা ও উন্মুক্ত আঞ্চলিকতার ওপর ভিত্তি করে হবে।

ইয়াও ওয়েন বলেন, ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে দক্ষিণ এশিয়ার কূটনীতিকদের আমরা বেইজিংয়ে ব্রিফ করেছি। তাদের কাছ থেকে আমরা উৎসাহ পেয়েছি। তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।

ডিক্যাব টকে চীনের রাষ্ট্রদূত অভিযোগ করেন, চীনের কমিউনিস্ট পার্টি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। গত ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের যোগাযোগকে ব্যাহত এবং প্রতিরোধ করা হয়েছে।

তি‌নি আরও ব‌লেন, এখন আমরা পুনরায় যোগাযোগ স্থাপন করেছি এবং দলগুলোও চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। আমি মনে করি, দুই পক্ষের মধ্যে দৃঢ় ইচ্ছা রয়েছে যোগাযোগ অব্যহত রাখার বিষয়ে।

তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় ব‌লেও অ‌ভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এ সময় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চীনা যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার বিষয়ে তদন্তে সহায়তার কথাও বলেন দেশটির রাষ্ট্রদূত।

তিনি বলেন, বিমান দুর্ঘটনার তদন্তে চীন সর্বতভাবে সহায়তা করবে। চীন মনে করে, এই দুর্ঘটনার সামগ্রিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

 এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হ‍্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন মিউনিখ Sep 18, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

দাপুটে পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার মিশন শুরু পিএসজির Sep 18, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারাল লিভারপুল Sep 18, 2025
অভিযোগে ফুঁসে উঠল জনতা, ভাঙচুর হলো বিএনপি অফিস Sep 18, 2025
১৭ বিয়ে ও প্রতারণার দায়ে বরিশালের বন কর্মকর্তা বরখাস্ত Sep 18, 2025
ভোট দিতে পারবেন না হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা Sep 18, 2025
হ্যান্ডশেক বিতর্কে জয় পাকিস্তানের, দায়িত্ব হারালেন পাইক্রফট! Sep 18, 2025
img
মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের Sep 18, 2025
রেফারির দুটি পেনাল্টি সিদ্ধান্তেই বদলে গেল ম্যাচের রঙ Sep 18, 2025
সালমানের ‘পজেসিভনেস’ এই নাকি শেষ হয়েছিল ঐশ্বরিয়ার প্রেম! Sep 18, 2025
জেমস বন্ড লুকে ‘ডন ৩’ বাজিমাত করবেন রণবীর সিং! Sep 18, 2025
img
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের Sep 18, 2025
img
জামালপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা গ্রেপ্তার Sep 18, 2025
img
রাশেদ খানের জন্য সুখবর, হতে পারেন ডাকসুর জিএস Sep 18, 2025
img
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর Sep 18, 2025
img
বরিশালে সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা Sep 18, 2025
img
শাহরুখ খানের মতো আর দ্বিতীয় কাউকে পাবে না দর্শক : অনুরাগ কাশ্যপ Sep 18, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং Sep 18, 2025
img
৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের Sep 18, 2025
img
বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: দুদু Sep 18, 2025