ভুয়া র‌্যাব আটক অভিযানে জনতার হাতে পিটুনির শিকার আসল র‌্যাব

ভুয়া র‌্যাবকে ধাওয়া দিয়ে আটক করতে গিয়ে জনতার রোষানলে পড়লেন আসল র‌্যাব সদস্যরা। আসল র‌্যাব ও ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের দুটি মাইক্রোবাস আটকে মারধর করেছেন জনতা। এ সময় ভুয়া র‌্যাব বহনকারী হাইয়েস মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে নগরকান্দা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং আহত র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের নগরকান্দা থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইটি মাইক্রোবাস দ্রুত গতিতে আসছিল এবং একটি মাইক্রোবাস থেকে সাইরেন বাঁশি বাজানোর জন্য এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রথমে প্রথম মাইক্রোবাসটি থামায়। মাইক্রোবাসে অবস্থানকারী ব্যক্তিরা নিজেদের র‌্যাব বলে পরিচয় দেয়। তবে তাদের কারও শরীরে র‌্যাবের পোশাক না থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় ভুয়া র‌্যাব সদস্যরা মাইক্রো থেকে নেমে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ঘেরাও করে মারধর করে।

ইতোমধ্যে পিছনে ধাওয়া করে আসা আসল র‌্যাবের গাড়িটি ওই এলাকায় হাজির হয়। এ র‌্যাবের দলের সব সদস্য র‌্যাবের পোশাক পরিহিত ছিল না। র‌্যাব সদস্যরা দ্রুত নেমে ভুয়া র‌্যাব সদস্যদের বাঁচানোর চেষ্টা করলে জনতার তাদেরকেও পিটুনি দেয়।

জনতার হাতে আটক মারধরের শিকার ভুয়া র‌্যাব সদস্যরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার ছাব্বিশ পাড়া গ্রামের মোহাম্মদ সুমন (৪৯), চাঁদপুর সদরের মদনা গ্রামের মোহাম্মদ মিন্টু (৪৫), গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কুনসিবাড়ি গ্রামের সাইফুল শেষ (৩৪), মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর এলাকার মোহাম্মদ জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মোহাম্মদ দিদার (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার এস আই আমীরুল ইসলাম বলেন, ‘জনতার হাত থেকে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে আসা হয়। রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব ক্যাম্পের সদস্যরা ভুয়া র‌্যাব ও আহত র‌্যাব সদস্যদের নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।’

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার তারিকুল ইসলাম জানান, র‌্যাব-১০ এর হেড কোয়ার্টার থেকে একটি টিম ডাকাত দলকে ধাওয়া করে আসছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে উভয়ের ওপর চড়াও হয়। র‌্যাবের কিছু সদস্য সাদা পোশাকে থাকায় জনতা তাদের তাৎক্ষণিকভাবে প্রকৃত র‌্যাব বলে চিনতে ভুল করে।

র‌্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভুয়া র‌্যাবের দলকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ধাওয়া করে নিয়ে যাচ্ছিলাম। তারা পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল দিয়ে বের হয়ে যেতে পারলেও শেষ পর্যন্ত তাদের ধরা গেছে।’

নিজেরাও মারধরের শিকার হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জনগণ যখন ভুয়া র‌্যাব পরিচয়কারীদের মারপিট করছিলেন, তখন তাদের যাতে মেরে না ফেলেন, এ আশঙ্কায় আমরা জনগণের পিটুনি থেকে তাদের বাঁচানোর চেষ্টা করি। তবে প্রথম পর্যায়ে জনগণ আমাদেরও ভুয়া র‌্যাব মনে করেছিলেন। এ কারণে আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, তবে তা আমলযোগ্য নয়।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Dec 25, 2025
img
তারেক রহমানের জন্য মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের Dec 25, 2025
img
দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট Dec 25, 2025
img
অবসরে বার্সার ট্রেবল জয়ী ফুটবলার রাফিনিয়া Dec 25, 2025
img
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার প্রস্তুতির সময় বিএনপি নেতার প্রাণহানি Dec 25, 2025
img
আলোচিত সেই জুলাইযোদ্ধা তাহরিমা গ্রেফতার Dec 25, 2025
img
তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা Dec 25, 2025
img
'ব্রুনো ফার্নান্দেজের শূন্যতা পূরণ করা সম্ভব নয়’ Dec 25, 2025
img
তারেক রহমানকে একনজর দেখতে নির্ঘুম রাত নেতাকর্মীদের, ভোরে আসছে জনতার ঢল Dec 25, 2025
img
যশোর থেকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে ট্রেনে আসছেন নেতাকর্মীরা Dec 25, 2025
img
মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল, সামনে কেবল নেইমার জুনিয়র Dec 25, 2025
img
প্রকল্প বাস্তবায়নে সাংঘাতিক গড়িমসি দেখা যাচ্ছে : পরিকল্পনা সচিব Dec 25, 2025
img
৬ মাসের ধারে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিককে Dec 25, 2025
img
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী Dec 25, 2025
img
পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একজনের Dec 25, 2025
img
সেমেনিয়োকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার সিটি Dec 25, 2025
img
যশোর–৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, নেতা-কর্মীদের বিক্ষোভ Dec 25, 2025
তারেক রহমানের আগমন যা বলেন মহিলা নেত্রীরা Dec 25, 2025
তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন; দেশের হাল ধরার বার্তা! Dec 25, 2025
img
আজ দেশে ফিরছেন আরব আমিরাতে কারাবন্দি থাকা ৬ জুলাই যোদ্ধা Dec 25, 2025