তাসকিন ইস্যুতে বিসিবির বার্তা: আগস্টে ক্রিকেটারদের আচরণবিধি শেখানো হবে

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয় তাসকিন আহমেদ। তার বিরুদ্ধে উঠেছে বাল্যবন্ধুকে মারধরের গুরুতর অভিযোগ। যা নিয়ে সরগরম ক্রিকেটপাড়া। অভিযোগ থানায় তদন্তাধীন থাকায় আপাতত এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড। ক্রিকেট-ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ।

ঘটনা একদিন আগের। হঠাৎই সরগরম দেশের ক্রিকেটপাড়া। তবে মাঠের কোনো খবর নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন পেসার তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। বন্ধু সিফাতুর রহমান সৌরব মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘রোববার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি সাজ্জাদুর রহমান।

তবে ক্রিকবাজের কাছে এমন অভিযোগকে অস্বীকার করেন তাসকিন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে পারি, এ অভিযোগটি মিথ্যা এবং বানোয়াট।’

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানান, অভিযোগটি থানায় তদন্তাধীন থাকায় টাইগার পেসারের বিরুদ্ধে আপাতত তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

ক্রিকবাজকে ইফতেখার বলেন, ‘আগে তাসকিনের দোষ প্রমাণিত হোক। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছে এবং সেটি তদন্তাধীন রয়েছে। এটা এখন ক্রিকেট বোর্ডের বাইরে। তাসকিন বলেছে, তিনি এটার সঙ্গে সম্পৃক্ত নন। এখন পুলিশ এটি তদন্ত করে বের করবে, যেহেতু থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। দেখা যাক, তদন্তে কী বের হয়ে আসে।’

তবে তাসকিনের বিষয়ে আপাতত কোনো ব্যবস্থা নিতে না পারলেও, জাতীয় দলের ক্রিকেটাররা যেন এসব ঘটনায় ভবিষ্যতে না জড়ান, সে জন্য একটি ছোট কর্মশালার পরিকল্পনা নিয়েছে বিসিবি। আগস্টে সে কর্মশালায় তাদের বার্তা দেওয়া হবে, তারা কী করতে পারবেন আর কী করতে পারবেন না।

এ বিষয়ে ইফতেখার বলেন, ‘আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছি আমরা। তারা কী করতে পারবে না, আর কী করতে পারবে সেটা মনে করিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করছি। যেহেতু তারা শুধু ক্রিকেটারই নয়, একইসঙ্গে অনেক তরুণের আইডল এবং তাদেরকে অনেকেই অনুসরণ করে। সুতরাং সমর্থকদের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঝালমুড়ি বিক্রেতার এক মাসে বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা Jul 31, 2025
img
সালমান-আমিরদের টেক্কা দিল নতুনরা, ১২ দিনে কত আয় করল ‘সাইয়ারা’ Jul 31, 2025
img
১০২ জন এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার Jul 31, 2025
img
জুলাই পদযাত্রায় জনগণের সঙ্গে আত্মার সম্পর্ক হয়েছে এনসিপির Jul 31, 2025
img
মিরসরাইয়ে বিএনপিসহ যুবদলের ৫ নেতা বহিষ্কার, প্রত্যাহার চেয়ে বিক্ষোভ Jul 31, 2025
img
চীনের মেগা ড্যাম প্রকল্প যেভাবে বদলে দিতে পারে এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র Jul 31, 2025
img
ট্রাফোর্ডকে দলে ভিড়িয়ে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা Jul 31, 2025
ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া! Jul 31, 2025
রুপ বদলেছে হার্ট এট্যাক, পরিনত হয়েছে নিরব ঘাতকে! Jul 31, 2025
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের Jul 31, 2025
আ.লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা-অপতৎপরতা চালানোর চেষ্টা করছে: রনি Jul 31, 2025
img
সিঙ্গাপুর-কানাডা সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সিঙ্গাপুরের নেতার ফোনলাপ Jul 31, 2025
কটু ভাষায় আধ্যাত্মিক গুরুকে বিঁধলেন খুশবু Jul 31, 2025
"তাসকিনের বিরুদ্ধে মামলা তুলে নিলেন বন্ধু সৌরভ,পারিবারিকভাবে মিটেছে বিষয়টা" Jul 31, 2025
img
‘ক্ষুধা কখনও কমে না’, ফরাসি ক্লাব তুলুজকে হারিয়ে রোনালদো Jul 31, 2025
img
বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে : প্রিন্স Jul 31, 2025
img
সাবেক দুই ডিসিসহ ‎মাদারীপুরে ১৩ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু Jul 31, 2025
img
অস্ট্রেলিয়া সফরে কেন যেতে চান, জানালেন নাইম Jul 31, 2025
img
শান্ত অনেক ভালো অধিনায়ক, দলকে একসাথে রেখেছিল : নাইম Jul 31, 2025
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে: নূরুল ইসলাম Jul 31, 2025