পঞ্চম টেস্টে জাশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার দিকে ঝুঁকছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলবেন তিনি। ইতোমধ্যেই সেই কোটা পূর্ণ হয়েছে।
যদিও ব্যাটিং কোচ সিতাংশু কোটক জানিয়েছেন, বুমরাহ ফিট আছেন এবং আগের ম্যাচে এক ইনিংসে বলও করেছেন।
চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হেড কোচ গৌতম গম্ভীর, ফিজিও এবং অধিনায়ক শুবমান গিল। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি…।
ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর হেড কোচ গৌতম গম্ভীর নিশ্চিত করেছিলেন যে সব পেসারই ফিট আছেন। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে আকাশ দীপ ও আর্শদীপ সিং একসঙ্গে বল করেছেন।
খবর অনুযয়ী, আর্শদীপের টেস্ট অভিষেক হতে পারে অংশুল কম্বোজের জায়গায়। আকাশ দীপও ফিরতে পারেন যদি মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়।
ওভালের উইকেট ঐতিহাসিকভাবে স্পিনারদের সহায়তা দেয়। ফলে স্পিনার কুলদীপ যাদবকেও একাদশে নেওয়ার কথা ভাবছে দল।
তবে সেক্ষেত্রে শার্দুল ঠাকুরকে বেঞ্চে বসতে হতে পারে। তবে চূড়ান্ত একাদশ নির্ধারণ হবে ম্যাচের আগের দিন পিচ দেখে।
পিএ/এসএন