কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার রিভারপ্লেটের হয়ে খেলেছেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। ইতোমধ্যে লিওনেল মেসির দলেও তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। অথচ তরুণ এই মিডফিল্ডার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় পড়েছেন আইনি জটিলতায়। সে কারণে তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে। রিয়াল মাদ্রিদের মূল স্কোয়াডের বাইরে সপ্তাহ দুয়েক আলাদা অনুশীলন করতে হবে ফ্রাঙ্কোকে।
সাংবাদিক আলভারো এস্তেবান নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, রিভারপ্লেট থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানো মাস্তান্তুয়োনো এখনই স্প্যানিশ জায়ান্টদের মূল স্কোয়াডে যুক্ত হতে পারছেন না। ৫২ মিলিয়ন ডলারে কিনে নেওয়া ১৭ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে।
স্প্যানিশ ক্লাব ফুটবল লা লিগার রেজিস্ট্রেশন নিয়ম অনুযায়ী, একজন বিদেশি (স্পেনের বাইরের) খেলোয়াড় ১৮ বছরের আগে সিনিয়র দলের মূল স্কোয়াডে যোগ দিতে পারবেন না, যদিও তিনি ইতোমধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তি সই করেছেন। ফিফা’র মাইনর ট্রান্সফার নিয়মের ১৯ নম্বর অনুচ্ছেদও এক্ষেত্রে প্রযোজ্য। ১৮ বছরের নিচে আন্তর্জাতিক ট্রান্সফার সাধারণত নিষিদ্ধ, তবে নির্দিষ্ট কিছু শর্তে অনুমতি পাওয়া যায় (যেমন পরিবার স্পেনে চলে গেছে এমন)।
যদিও মাস্তান্তুয়োনো ইতোমধ্যেই রিভারপ্লেটের হয়ে অভিষেক ও আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছেন। তবে স্প্যানিশ ফুটবলারদের ক্ষেত্রে একজন খেলোয়াড় ১৬ বছর পূর্ণ হলেই পেশাদার পর্যায়ের ক্লাব ফুটবলে অংশগ্রহণ করতে পারেন, যদি ক্লাব তার রেজিস্ট্রেশন করে। মাস্তান্তুয়োনোর ১৮ বছর পূর্ণ হবে আগামী ১৪ আগস্ট। অর্থাৎ, আরও সপ্তাহ দুয়েক তাকে অনুশীলন করতে হবে রিয়াল মাদ্রিদের মূল স্কোয়াড থেকে আলাদা। তবে ওই সময়েও তার ওপর নজর থাকবে জাবি আলোনসোদের।
ক্লাব বিশ্বকাপে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে শেষবার খেলেছেন মাস্তান্তুয়োনো। এর আগে ১৭ বছরের এই প্রতিভাবান তারকা রিয়ালে যোগদানের বিষয়ে ক্লাবটি বিবৃতিতে জানায়, মাস্তান্তুয়োনো’র জন্য রিয়ালের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৩২ লাখ ইউরো। কর ও আরও কিছু খরচ বাদে রিলিজ ক্লজ হিসেবেই ৪ কোটি ৫০ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের পকেটে যাচ্ছে। যা আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি। একই ক্লাব থেকেই এর আগে সর্বোচ্চ দামে দলবদল হয়েছিল এনজো ফার্নান্দেজের।
প্রসঙ্গত, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এক ম্যাচ এবং রিভারপ্লেটের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন মাস্তান্তুয়োনো। যেখানে ১০ গোল ও সাতটি অ্যাসিস্ট রয়েছে তার। মিডফিল্ড পজিশনে খেললেও তিনি ১০ নম্বরের রাইট উইংয়ের ভূমিকায়ও খেলতে পারেন। এমবাপে-ভিনিসিয়ুসদের সঙ্গে অনুশীলনে যোগদানে দেরি হলেও, রিয়ালের মৌসুম শুরুর আগেই অবশ্য দলে ঢুকবেন মাস্তান্তুয়োনো। লস ব্লাঙ্কোসরা ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগার আসর শুরু করবে।
কেএন/এসএন