আগস্টের শেষ দিকে শুরু হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো সঠিক তারিখ ও প্রতিযোগীদের তালিকা নিশ্চিত করা হয়নি, তবে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নিয়ে ইতিমধ্যেই চলছে জোর গুঞ্জন।
এবারের সিজনে যাদের অংশ নেওয়ার কথা শোনা যাচ্ছিল, তারা হলেন রাম কাপুর, মুনমুন দত্ত, মিস্টার ফাইসু, ধীরজ ধূপার, অনিতা হাসানান্দানি, আশীষ বিদ্যার্থী, অপূর্ব মুখিজা, গৌরব তনেজা, কানিকা মান্ন, কৃষ্ণা শ্রফ, রাজ কুন্দ্রা, এবং শ্রীরাম চন্দ্র।
এ ছাড়া বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে ভারতের প্রথম এআই ইনফ্লুয়েন্সার কাভ্য মেহরার নামও, যিনি নাকি নির্মাতাদের সঙ্গে আলোচনায় আছেন।
তবে এর মধ্যেই অনেক সেলিব্রিটি তাদের অংশগ্রহণে সরাসরি না বলে দিয়েছেন। দেখে নেওয়া যাক তাদের মধ্যে কারা আছেন—
রাম কাপুর-
‘মিস্ত্রি’ খ্যাত এই অভিনেতা সম্প্রতি একাধিক বিতর্কে জড়ালেও, ফিল্মিবিটকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাকে ২০ কোটি রুপি দেওয়া হলেও তিনি বিগ বস হাউসে প্রবেশ করবেন না। তিনি শোটিকে ‘অন্যের গোপন বা ব্যক্তিগত জীবন দেখার প্রবণতা’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি তার ব্যক্তিত্ব ও অভিনেতা হিসেবে গড়ে তোলা ভাবমূর্তির সঙ্গে যায় না। ব্যক্তিগত গোপনীয়তাও বড় কারণ।
মল্লিকা শেরাওয়াত-
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সব গুজবের ইতি টানছি— আমি বিগ বস করছি না এবং কখনো করব না। ধন্যবাদ।’ যদিও এর আগের সিজন, অর্থাৎ বিগ বস ১৮-তে নিজের সিনেমা প্রচারের জন্য অতিথি হিসেবে এসেছিলেন তিনি।
জারিন খান-
হিন্দি রাশ-এর সঙ্গে আলাপচারিতায় ‘বীর’ অভিনেত্রী জানান, ব্যক্তিগত ও ব্যবহারিক কারণেই তিনি বিগ বসে অংশ নিতে চান না।
তিন মাস ঘরছাড়া থাকা তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ‘কারো খারাপ ব্যবহার আমি সহ্য করব না, আমার হাত উঠে যাবে।’ ফলে তাকে হয়তো বের করে দেওয়া হতে পারে।
অনিতা হাসানন্দানি-
এই ধরনের রিয়েলিটি শোয়ের জন্য তৈরি নন অনিতা। এমনকি অংশ নিলেও, নির্মাতারা যেরকম ‘ড্রামা’ চান, তা তিনি দিতে পারবেন না বলে পিঙ্কভিলাকে জানিয়েছেন তিনি।
অনশুলা কাপুর-
‘দ্য ট্রেইটার্স’-এ অংশগ্রহণ করলেও, সিয়াসেত-এর প্রতিবেদন অনুযায়ী বিগ বসের ‘তীব্র মানসিক চাপ ও কনফাইনড ফরম্যাট’-এর সঙ্গে মানিয়ে নিতে পারবেন না বলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
রাজ কুন্দ্রা-
শিল্পা শেঠি ও শমিতা শেঠির বিগ বসে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে রাজ মজার ছলে বলেন, ‘আমাদের পরিবার থেকে যথেষ্ট অংশ নেওয়া হয়ে গেছে।’
পূরব ঝা-
‘দ্য ট্রেইটার্স’-এর প্রথম সিজনে ট্রেইটর চরিত্রে থাকলেও, আপাতত বিগ বস-এ অংশ নিচ্ছেন না। ভবিষ্যতে সম্ভব হলেও এই মুহূর্তে তার আগ্রহ নেই।
জান্নাত জুবায়ের-
তিনি জানিয়েছেন, অতিরিক্ত ড্রামা এড়িয়ে চলতেই এবারের সিজনে অংশ নিচ্ছেন না। একইসঙ্গে, শোনা যাচ্ছে তার একজন প্রাক্তন প্রেমিকও এবারে প্রতিযোগী হিসেবে থাকতে পারেন—এটাও একটি বড় কারণ।
বিগ বস ১৯-এ শুরুতে ১৫ জন প্রতিযোগী দিয়ে শো শুরু হবে বলে জানা যাচ্ছে। মাঝপথে আসবে আরও ৩ থেকে ৫ জন ওয়াইল্ড কার্ড।
এসএন