সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মার্কিন পপ তারকা জেনিফার লোপেজের একটি কনসার্টের ভিডিও। ওই ভিডিওতে দর্শকের সামনে লাইভ গান পরিবেশন করতে গিয়ে পোশাক বিড়ম্বনায় পড়েন তিনি।
গত ২৪ জুলাই ছিল জেনিফারের জন্মদিন। দেখতে দেখতে ৫৬তম বসন্তে পা রাখলেন গায়িকা। তার পরদিনই ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে শহরে ছিল জেনিফারের লাইভ কনসার্ট।
কনসার্টের দিন মঞ্চে সোনালি রংয়ের পোশাকে হাজির হন জেনিফার। ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইছিলেন। এ সময় গোলাপি রংয়ের বড় স্কিনে বড় করে লেখা ভেসে ওঠে ‘হ্যাপি বার্থ ডে’।
হঠাৎই সোনালি রংয়ের স্কার্টটি সামান্য ঢিলে হওয়ায় গায়িকার শরীর থেকে মাটিতে পড়ে যায়। এ সময় বেশ বিব্রতবোধ করছিলেন জেনিফার। তবে দ্রুতই বিষয়টি সামলে নিয়ে নাচতে শুরু করেন তিনি।
এরপর মজা করে বলেন, সমস্যা নেই আমি অন্তর্বাস পড়েছি। এরপর দর্শকের উদ্দেশে ছবি তোলার জন্য বেশ কয়েকটি পোজও দেন। তখনই একজন এগিয়ে আসেন স্কার্টটি গায়িকাকে পরিয়ে দেয়ার জন্য।
তার উদ্দেশে জেনিফার তখন বলেন, তুমি চাইলে এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।
জেনিফারের এমন কথায় উৎসুক দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। তখনই দর্শকের উদ্দেশে একের পর এক গান পরিবেশন করতে শুরু করেন মার্কিন এ গায়িকা।
এসএন