জার্মান ফুটবল তারকা থমাস মুলারের দীর্ঘ ১৭ বছরের বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক শেষ হলো। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে নতুন করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) লিগে যোগ দিতে যাচ্ছেন। এই লিগে বর্তমানে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের মতো তারকারাও খেলছেন।
বিশ্বসেরা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, গিভমি স্পোর্ট, বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানির নিশ্চিত খবর অনুযায়ী, মুলার ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন।
এপ্রিল মাসে বায়ার্ন মিউনিখ ঘোষণা দিয়েছিল, তারা মুলারের সঙ্গে আর নতুন কোনো চুক্তি করবে না। চলতি বছরের ক্লাব বিশ্বকাপের পিএসজি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেই শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে ধারণ করেন তিনি। ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
যদিও মুলারের প্রতি ইউরোপের বাইরে আরো আগ্রহ ছিল, এমনকি অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল।
পিএ/এসএন