দীর্ঘ ১১ বছর পরে বাংলা ছবির পরিচালনায় ফিরছেন অনুপ দাস। তাঁর নতুন ছবির নাম ‘রেখা’, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ছবির নাম শুনেই প্রথমে অনেকেই ধরে নিয়েছিলেন, এটি বলিউড কিংবদন্তি অভিনেত্রী রেখার জীবনীচিত্র। তবে আনন্দবাজার অনলাইনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে— ছবিটি কোনও জীবনীচিত্র নয়, বরং একটি নারীকেন্দ্রিক কাহিনি।
এই ছবির হাত ধরেই বাংলা সিনেমায় ডেবিউ করতে চলেছেন নাফিসা আলি। এক সময় কংগ্রেস প্রার্থী হিসেবে দক্ষিণ কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। এবার ফিরছেন অভিনয়ের পর্দায়, তবে নতুন ভূমিকায়।
ছবিতে রয়েছেন অনুপ দাসের প্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও। বাংলা ছবির দর্শকদের কাছে ‘খোলা হাওয়া’-র ঋতুপর্ণা আজও স্মরণীয়। এবার নাফিসা ও রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।
ছবির গল্প আবর্তিত হবে পুরনো কলকাতার এক বাড়িকে ঘিরে। পুজোর পরে শুরু হবে মূল শুটিং। তবে ইতিমধ্যে এক দফা শুটিং শেষও হয়ে গেছে। সেই অংশে অভিনয় করেছেন রিয়া সেন। মুনমুন সেনের কনিষ্ঠ কন্যা রিয়াকে এই ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
তবে ছবির গল্প যেহেতু নারীকেন্দ্রিক, প্রশ্ন উঠেছে— পুরুষ চরিত্র কোথায়? সূত্রের খবর, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চরিত্রে প্রথম সারির অভিনেতাদের বেছে নিচ্ছেন অনুপ। চলছে বাছাইপর্ব।
পরিচালকের টিম ইতিমধ্যেই ঘুরে দেখেছেন কলকাতার বিভিন্ন লোকেশন— উত্তর থেকে দক্ষিণ। কোথায় হবে ছবির দৃশ্যায়ন, তা চূড়ান্ত হবে শিগগিরই।
অনুপের ‘রেখা’ যে কেবল একটি নামমাত্র চরিত্র নয়, বরং নারীর আত্মপরিচয়ের এক প্রতীক হয়ে উঠবে, তেমনটাই আশা করছে বাংলা ছবির দর্শক মহল।
এসএন