হতাশায় বক্সারের কান্না, ফলাফলে পক্ষপাতের অভিযোগ

আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস সাংবাদিকদের সাথে আলোচনা করছেন। এর পাশেই বাংলাদেশ আনসার ও ভিডিপির খেলোয়াড়দের হতাশা। এর মধ্যে একজন হাউমাউ করে কাঁদছেন।

৫৪ কেজি ওজন শ্রেণিতে লড়ছিলেন আনসারের উৎসব আহমেদ। সম্প্রতি তিনি বিদেশে এক আমন্ত্রিত আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন। আজ জাতীয় আসরে হেরে গিয়ে একেবারে ভেঙে পড়েন। চেয়ারে বসে কান্না বিজড়িত কন্ঠে বলেন, ‘আমি বিদেশে চ্যাম্পিয়ন হই আর দেশে চ্যাম্পিয়ন হতে পারি না। খেলায় আমি জিতেছি, কিন্তু আমাকে হারিয়ে দেওয়া হয়েছে।’ 

উৎসবের পাশাপাশি আনসারের আরও কয়েকজন খেলোয়াড় ফলাফলে পক্ষপাত নিয়ে অভিযোগ করেন। আজ এক পর্যায়ে আনসার খেলায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তে পৌঁছেছিল। নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকারের বড় বোন আফরা খন্দকার আনসারের বক্সার। আমেরিকান প্রবাসী জিনাতের বিপক্ষে সেভাবে লড়াই না করতে পারার পেছনে খেলা নিয়ে দ্বিধান্বিত কোনো কারণ কি না এই প্রশ্নের জবাবে আফরা বলেন, ‘না, আমি সব সময় খেলার জন্য প্রস্তুত ছিলাম।’

প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান পর্ব শুরু হয়। সেখানে পুরুষ ৫৪ কেজিতে রৌপ্য পাওয়া আনসারের উৎসব আহমেদ মঞ্চে যাননি পুরস্কার গ্রহণ করতে। আনসারের বক্সাররা পুরস্কার প্রদান অনুষ্ঠান পুরোপুরি বর্জন করতে চাইলেও কোচ সেটা করতে দেননি। 

বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস ফলাফল পক্ষপাত করার অভিযোগ খণ্ডিয়ে বলেন, ‘রেফারি-জাজরা নিরপেক্ষভাবেই সব সিদ্ধান্ত প্রদান করেছে। এখানে কোনো পক্ষপাত হয়নি। বিজিত দল/ব্যক্তি এ রকম অভিযোগ তোলেন।’ 

আনসার দলের পক্ষ থেকে এবং বক্সার উৎসব সাধারণ সম্পাদকের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এ নিয়ে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘উৎসব আমার কাছে আসেনি। তার সাথে কোনো কথাই হয়নি। আনসারকে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা সেটি মানছিল না।’ 

জিনাত ফেরদৌসের আগমন এবারের জাতীয় বক্সিং বেশ আলোচনায় ছিল। তবে শুরু থেকেই অব্যবস্থাপনা দৃশ্যমান হয়েছে। সংবাদ সম্মেলন হয়েছে একেবারে ছোট্ট কক্ষে যেখানে অনেক সাংবাদিক প্রবেশই করতে পারেননি। গতকাল আসর শেষ হওয়ার কথা থাকলেও সেটা আজ গড়িয়েছে। এসব ছাপিয়ে ফলাফলে পক্ষপাতের অভিযোগ আয়োজনকে আরেক দফা প্রশ্নের মুখে ঠেলেছে।

জাতীয় বক্সিং প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে তারা ১৭টি স্বর্ণ, পাঁচটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতে সেরা হয়। এর মধ্যে পুরুষ বিভাগে ১২টি স্বর্ন ও ১টি ব্রোঞ্জ এবং মেয়েদের বিভাগে পাঁচটি করে স্বর্ণ ও রুপা এবং একটি ব্রোঞ্জ রয়েছে। রানার্সআপ আনসার জিতেছে ছয়টি স্বর্ণ, ১১টি রুপা ও ২টি ব্রোঞ্জ। পুরুষ বিভাগে একটি স্বর্ণ, ৬টি রুপা ও ২টি ব্রোঞ্জ এবং মেয়েদের বিভাগে ৫টি করে স্বর্ণ ও রুপা রয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম। এ সময় বক্সিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জজ ভূঁইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুর রহমান ভূঁইয়া ছিলেন। 

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

ডিএমপির অ্যাকশন! বিশৃঙ্খলার অভিযোগে আ.লীগের ৮ নেতা আটক Aug 01, 2025
img
ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Aug 01, 2025
img
ভারত থেকে ফিরেই গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণের ছাত্রলীগ সভাপতি Aug 01, 2025
img
নির্বাচনের জন্য প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস Aug 01, 2025
ফাতেমা (রা.) ও নবিজির অমর সম্পর্ক | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 01, 2025
নবীজির প্রিয় আমল কী ছিল? | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 01, 2025
৫২ নির্বাচন কর্মকর্তার বদলি, ৬ আগস্টের মধ্যে অবমুক্তির নির্দেশ Aug 01, 2025
চাঁদাবাজির অভিযোগে আটক আরেক ছাত্রনেতা! যা জানালো ডিএমপি Aug 01, 2025
'বিএনপি সঠিক কাজ করছে কিনা জনগণ দেখতে চায়' Aug 01, 2025
img
কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকলেও রাশিয়াকে নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প Aug 01, 2025
img
৩ আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে: এনসিপি Aug 01, 2025
img
আ.লীগ নেতাকে আশ্রয় দেয়ায় তাঁতী দল নেতা বহিষ্কার Aug 01, 2025
img
ইংল্যান্ডে খেলার প্রস্তাব সরাসরি নাকচ করলেন নাহিদ রানা Aug 01, 2025
img
বিতর্কিত জলসীমায় চীনের বাড়তি সামরিক উপস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে Aug 01, 2025
img
আদালতে দুই বাংলাদেশির পক্ষে রায়, ক্ষিপ্ত হলেন ইতালির প্রধানমন্ত্রী Aug 01, 2025
img
টি-টোয়েন্টিতে টানা জয়, বিশ্ব রেকর্ড গড়ল উগান্ডা Aug 01, 2025
img
সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়ানো হবে : নৌ উপদেষ্টা Aug 01, 2025
img
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে: মির্জা ফখরুল Aug 01, 2025
img
ইতিবাচক সাড়া পাওয়া গেলে নদীবন্দরের কার্যক্রম শুরু হবে : উপদেষ্টা সাখাওয়াত Aug 01, 2025
ঋণখেলাপি মামলায় ক্ষুব্ধ যুবদল নেতা, ব্যাংক হামলায় আহত ম্যানেজার Aug 01, 2025