ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে ভোটের ঘোষণা দিলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এর আগে, তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃত্বেও ছিলেন।

বুধবার (৩০ জুলাই) রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে উমামা লেখেন, ‘সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-২০২৫ এর তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

তিনি আরও লিখেন ‘আমি উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্র রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং রাজনৈতিক সংগঠনের ভেতরে-বাইরে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছি। ১ম বর্ষে থাকাকালীন বৈধ সিটের দাবিতে ‘‘বৈধ সিট আমার অধিকার’’ নামক প্ল্যাটফর্মটি গড়ে তুলি, পাশাপাশি আমার এই স্বল্প পথচলার অভিজ্ঞতায় আমি অনুধাবন করেছি যে, এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ব্যতীত এখানকার সমস্যাগুলো সমাধান করা খুবই কঠিন, আর সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সংগঠিত ও লেজটিমেট একটি বডি, যেটি কেবল ছাত্র সংসদ।

তিনি লিখেন ‘আমি বিশ্বাস করি, এই ছাত্র সংসদে শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায়, যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না, শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র নেতা বানানোর কারখানা হিসেবে প্রতিষ্ঠা করবে না। শিক্ষার গুণগত মান ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

‘সেই জায়গা থেকে, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে থাকা বা শিক্ষার্থীদের নিয়ে ভাবনাচিন্তা রয়েছে ঐ সকল শিক্ষার্থীদের নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল করতে চাই, যা আসন্ন ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে গবেষণাভিত্তিক ও দূরদর্শী কাজ করার চেষ্টা করবে।

‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যারা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে ও রাজনৈতিক আধিপত্যবাদের ফলে ধ্বংস হয়ে যাওয়া এ বিশ্ববিদ্যালয়কে স্বরূপে ফিরিয়ে আনতে চান। ১ম বর্ষ থেকে বৈধ সিট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চান, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি আমাদের প্যানেলে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ওইদিন ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
অনিয়মের মাধ্যমে অর্জন করা বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করল ঢাবি Aug 01, 2025
img
আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে : গোলাম পরওয়ার Aug 01, 2025
কানাডার ওপর আমদানি শুল্ক বাড়িয়ে দিলেন ট্রাম্প! Aug 01, 2025
img
মার্কিন প্রবাসী জায়ানকে নিয়েই অনূর্ধ্ব-২৩ দলে চমক Aug 01, 2025
বিশ্বের প্রথম জাতীয় পর্যটন ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করলো ভুটান Aug 01, 2025
img
রাশিয়ায় সরকার পরিবর্তনের আহ্বান জেলেনস্কির Aug 01, 2025
img
জুলাই যোদ্ধা নামে জনগণকে কষ্ট দিলে তা প্রতিহত করা হবে: তারেক Aug 01, 2025
img
বিশ্ব অ্যাকুয়াটিকসে সর্বকনিষ্ঠ পদকজয়ীর রেকর্ড এখন ইউ জিদির Aug 01, 2025
img
আ.লীগ ক্যাম্প বানিয়ে মানুষ হত্যা করেছে : টুকু Aug 01, 2025
img
বিসিবিতে রদবদল: এইচপিতে নতুন দায়িত্বে শাহরিয়ার নাফীস, পরিচালনা বিভাগে জামাল বাবু Aug 01, 2025
img
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা Aug 01, 2025
img
জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন Aug 01, 2025
img
যে পোকা রাতে চলার জন্য ব্যবহার করে আকাশের তারার আলো Aug 01, 2025
বড়পীর আব্দুল কাদের জিলানী রহঃ এর কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 01, 2025
নতুন সংসার বুনতে যাচ্ছেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী Aug 01, 2025
img
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা Aug 01, 2025
img
সরকার বিশ্বাসের মূল্য রাখতে পারেনি: আনিস আলমগীর Aug 01, 2025
img
কোহলি ও ধোনির সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি! Aug 01, 2025
img
সুলতানগঞ্জে বন্দর হলে, নাব্যতা নিয়ে যৌথ আলোচনা নিশ্চয়ই হবে : নৌ পরিবহন উপদেষ্টা Aug 01, 2025
img
ট্রাম্পের হুঁশিয়ারির পর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল ভারত Aug 01, 2025