পর্বতারোহণের সময় দুর্ঘটনায় দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ানের মৃত্যু

পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু হয়েছে জার্মানির দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের। মাথায় পাথরের আঘাত লাগার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে লরার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বলছে, অলিম্পিকে দুইবারের বায়াথলন (স্কিইং ও রাইফেল শ্যুটিংয়ের মিশ্র ইভেন্ট) চ্যাম্পিয়ন লরা ডালমিয়ের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মাথায় পাথরের আঘাতে মারা গেছেন। যেখানে ৩১ বছর বয়সী এই জার্মান পর্বতারোহীর সঙ্গী ছিলেন মারিনা ইভা। প্রায় ৫৭০০ মিটার উচ্চতায় ঘটা দুর্ঘটনার পর তাকে উদ্ধারের জন্য ইভা ইমার্জেন্সি সার্ভিসে যোগাযোগ করেছিলেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল দ্রুতই উদ্ধার কাজ শুরু করলেও, বিরূপ আবহাওয়ায় তাতে বিঘ্ন ঘটে।

ডালমিয়েরের ব্যবস্থাপনা কোম্পানি বুধবার জানিয়েছে, সম্ভবত ২৮ জুলাই দুর্ঘটনার দিনই তিনি মারা গেছেন। এক বিবৃতিতে ডালমিয়েরের ইনস্টাগ্রামে বলা হয়– ‘লরার স্পষ্ট ও লিখিত চাওয়া ছিল এ ধরনের কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে, যেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে না যায়। পাহাড়েই তার দেহাবশেষ রেখে আসার ব্যাপারে আগেই ইচ্ছার কথা জানিয়েছিলেন। তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের কথা জানিয়েছে লরার পরিবার ও স্বজনরা।’

ওই অনুসারে ২৯ জুলাই লরার জন্য উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান প্রতিকূল আবহাওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিতে লাইলা পিকে অবস্থিত লরার মরদেহ উদ্ধার করা অনেক ঝুঁকিপূর্ণ এবং সেখানে পৌঁছানোও কঠিন।’ তার মৃত্যুতে শোক জানিয়ে জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন জানায়, ‘লরা শুধু একজন অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন না, তিনি ছিলেন উচ্চ হৃদয়–মনোভাব এবং দৃষ্টিভঙ্গির মানুষ।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কির্স্টি কভেনট্রি বলেন, ‘লরার মৃত্যু আমাদের অলিম্পিক পরিবারে গভীর শোকের সৃষ্টি করেছে। তিনি নিজের পছন্দের কাজ পর্বতারোহণের সময় প্রাণ হারিয়েছেন। চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।’ এ ছাড়া শোক জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেনমিয়েরও, ‘তিনি ছিলেন আমাদের দেশের দূত এবং বিশ্বজুড়ে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সহাবস্থানের এক অনন্য উদাহরণ।’

জার্মানির হয়ে দুইবার শীতকালীন অলিম্পিকে পর্বতারোহণের অভিজ্ঞতা আছে ডালমিয়েরের। তিনি ২০১৮ পিয়ংইয়ং অলিম্পিকে দুটি স্বর্ণ ও এক ব্রোঞ্জপদকও জিতেছেন। ইতিহাসের প্রথম নারী হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারসুট দুই ইভেন্টেই স্বর্ণ জিতেছেন লরা। এ ছাড়া ২০১৯ সালে অবসরের আগে ৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি মোট ১৫টি পদক (এর মধ্যে ৭টি স্বর্ণ) অর্জন করেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আজ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি Aug 02, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা, প্রত্যাশা মির্জা ফখরুলের Aug 02, 2025
img
নির্বাচনে হেফাজতের সঙ্গে জোটের বিষয়ে সালাহউদ্দিনের মন্তব্য Aug 02, 2025
img
মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে আবারও খুলছে বাংলাদেশিদের জন্য Aug 02, 2025
img
বিমানে এক যাত্রী হঠাৎ আতঙ্কিত হয়ে অস্বাভাবিক আচরণ, চড় মারলেন আরেক যাত্রী Aug 02, 2025
img
বলিউডে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ-রানি Aug 02, 2025
img
৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ Aug 02, 2025
img
গাজায় বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলল ছয় দেশ Aug 02, 2025
img
রাশিয়ার সীমান্তে দুই পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের! Aug 02, 2025
img
সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন Aug 02, 2025
img
দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ না যেতেই ক্লোজড শিবচর থানার ওসি Aug 02, 2025
img
ডিসেম্বরে ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের মুখোমুখি হচ্ছেন মেসি! Aug 02, 2025
img
৩ কোটি টাকার বিল তুলতে গিয়ে আটক দুই শিক্ষার্থী Aug 01, 2025
img
আইএল টি-টোয়েন্টির নিলামের তারিখ প্রকাশ Aug 01, 2025
img
পুষ্পা-পরবর্তী ধামাকা অ্যাটলির পরিচালনায় Aug 01, 2025
img
‘আভান জাভান’-এ হৃতিকের পুরনো ছায়া Aug 01, 2025
প্রেমিকা নিয়ে ব্যস্ত আমির, ছেলেকে বললেন ‘নেপো কিড’! Aug 01, 2025
‘আমরা এপিসিতে উঠে পালানোর লোক না’, শাহবাগ অবরোধ নিয়ে তারেকের কড়া বার্তা Aug 01, 2025
'এই সরকার নামাতে আরেকটি অভ্যুত্থান হবে' Aug 01, 2025
img
ঝাড়বাতির মাঝে সাহসী সাজে ভাইরাল রাশি খান্না Aug 01, 2025