আলো, ঝাড়বাতি আর ক্যামেরার ঝলকে দাঁড়িয়ে আছেন রাশি খান্না। গায়ে ঝলমলে সোনালি অফ-শোল্ডার পোশাক, এক পাশে গভীর স্লিট, ঠোঁটে লাল লিপস্টিকের সাহসী ছোঁয়া। পেছনে ঝুলছে ঝাড়বাতি, সামনে ক্যামেরার ফ্ল্যাশ-এই চিত্র এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। কারণ রাশির এমন ঝলকানি এসেছে তার নতুন সিনেমা ‘তেলুসু কাদা’ থেকে।
এই সিনেমায় রাশির সঙ্গে জুটি বেঁধেছেন সিদ্দু জোনালাগাড্ডা। প্রথম গান ‘মল্লিকা গন্ধা’ সম্প্রতি মুক্তি পেয়েছে, আর সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় ঝড়। গানটির বিহাইন্ড দ্য সিন ছবি শেয়ার করে রাশি লেখেন, “ঝাড়বাতি আর বিশৃঙ্খলার মাঝে আমরা খুঁজে পেলাম ছন্দ।”
ছবির এই গ্ল্যামারাস গেটআপ ও রোমান্টিক আবহে মুগ্ধ তার ভক্তরা। পোশাক থেকে শুরু করে মেকআপ, সবকিছুতেই ধরা দিয়েছে তার পরিণত ও আত্মবিশ্বাসী উপস্থিতি।
‘তেলুসু কাদা’ মুক্তি পাবে ১৭ অক্টোবর ২০২৫। এই ছবির পাশাপাশি রাশিকে দেখা যাবে পাওয়ারস্টার পবন কল্যাণের বিপরীতে ‘উস্তাদ ভগত সিং’- এও। ফলে তার হাতে এখন একাধিক বড় বাজেটের ছবি।
একসময় শুধুই রোমান্টিক চরিত্রে আবদ্ধ থাকলেও, বর্তমানে রাশির পর্দা-ব্যক্তিত্ব আরও পরিপক্ব ও বিচিত্র হয়ে উঠছে। গান, অভিনয়, সাজ-পোশাক-সব মিলিয়ে এখন তিনি দক্ষিণী ছবির অন্যতম আলোচিত মুখ।
টিকে/