ছোটপর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করা অভিনেত্রী রোশনি ওয়ালিয়া এবার বড়পর্দায় হাজির হচ্ছেন অজয় দেবগনের ‘সন অফ সর্দার ২’ ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মা কে নিয়ে পেশাগত সাফল্যের কৃতিত্ব দিয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন, কীভাবে তার মা খোলামেলা মানসিকতা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে গড়ে তুলেছেন।
জীবনে মায়ের প্রভাব নিয়ে বলতে গিয়ে রোশনি বলেন, ‘আমার জীবনের যত সাফল্য, তার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। উনি আমাকে যেমন স্বাধীনতা দিয়েছেন, তেমনই সঠিক দিকনির্দেশনাও দিয়েছেন। তার দেওয়া নিয়মগুলো কখনও বোঝা মনে হয়নি, বরং সেগুলো ট্রেন্ডি লেগেছে আমার কাছে।’
সাক্ষাৎকারে রোশনি এমন একটি মন্তব্য করেছেন, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, ‘আমার মা সবসময় বলেন, যদি কিছু করো, তাহলে অবশ্যই প্রোটেকশন ইউজ করো। আগে আমার বোনকে বলতেন, এখন আমাকে বলেন।’
রোশনি আরও বলেন, ‘মা আমাকেই উল্টো বলেন, “তুমি বাইরে যাচ্ছো না কেন? একটু পার্টি করো, উপভোগ করো। আজ তো তুমি মদও খাওনি!”
রোশনি ওয়ালিয়ার এমন খোলামেলা বক্তব্যে অনেকেই বিস্মিত, আবার অনেকে প্রশংসাও করছেন তার মায়ের মুক্তমনাভাবের। অনেকের মতে, এই গল্প ভাবিয়ে তুলছে এখনকার সময়ের অভিভাবকত্বও নিয়েও।
উল্লেখ্য, ২৩ বছরের রোশনির বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ‘সন অফ সর্দার ২’ ছবির মাধ্যমে, যেটি মুক্তি পাবে ২০২৫ সালের ১ আগস্ট।
এসএন