ঘরের মাঠে নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স করা সেই সব শিষ্যদের ওপরই আস্থা রাখছেন কোচ পিটার বাটলার।
সাফ চ্যাম্পিয়নশিপে খেলা স্কোয়াডকে নিয়েই এশিয়ান কাপের বাছাইয়ে নামবেন বাটলার। আজ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার সময় স্কোয়াডে কোনো পরিবর্তন আনেননি বাংলাদেশি কোচ।
আফঈদা খন্দকার-মোসাম্মৎ সাগরিকাদের নিয়ে সাফে চ্যাম্পিয়ন হওয়া ২৩ সদস্যকেই স্কোয়াডে রেখেছেন তিনি।
আগামী মাসে লাওসে যুব পর্যায়ের এশিয়ান কাপের বাছাই হবে। টুর্নামেন্টে অংশ নিতেই আগামী ২ আগস্ট দেশ ছাড়ার কথা টানা তৃতীয়বারের সাফ চ্যাম্পিয়নদের। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
গ্রুপের বাকি দল হচ্ছে স্বাগতিক লাওসের সঙ্গে দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে লাওসের বিপক্ষে, আগামী ৬ আগস্ট। এরপর ৮ ও ১০ আগস্ট পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে খেলা ৩৩ দলের গ্রুপ সেরা আট দল এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
এ ছাড়া গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও জায়গা ২০২৬ এশিয়ান কাপে।
অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দল :
গোলরক্ষক : স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
ডিফেন্ডার : জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), রুমা আক্তার, সুরমা জান্নাত, কানোম আক্তার।
মিডফিল্ডার : স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্ণা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড : পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।
এমআর/টিএ