২০২১ সালে ‘একান্নবর্তী’ ছবিতে বড় পর্দায় অভিষেক হয়েছিল গৌরব রায়চৌধুরীর। সৌরসেনী মৈত্রের বিপরীতে অভিনয়ে নজর কেড়েছিলেন তিনি। এরপর ছোট পর্দায় ‘পুবের ময়না’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের বড়পর্দায় ফিরছেন গৌরব, ছবির নাম ‘ভালোবাসার মরশুম’।
ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ। ইতোমধ্যেই হয়ে গেছে ছবির শুভ মহরৎ। এই ছবিতে গৌরবের পাশাপাশি দেখা যাবে বলিউড অভিনেতা শরমন জোশিকে। থাকছেন সুস্মিতা চট্টোপাধ্যায়ও। গুঞ্জন বলছে, এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকেও, যদিও এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি।
এক গণমাধ্যমে কথোপকথনে গৌরব জানান, “এই ছবিটা আমার কাছে খুব বড় সুযোগ। দর্শকের ভালোবাসাই আমাকে এখানে এনেছে। চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং, অনেক প্রস্তুতির প্রয়োজন। সামনে ওয়ার্কশপ আছে, তার সঙ্গে প্রচুর পড়াশোনাও করছি।”
তিনি আরও বলেন, “ছবিতে শরমন স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ওঁর অভিনয় দেখে অনেক কিছু শেখার আছে। ‘একান্নবর্তী’র মতো এই ছবিও দর্শকের মনে দাগ কাটবে বলেই আশা করছি। ছবির গল্পটা ত্রিকোণ প্রেম ঘিরে, আর তার মধ্যেই আমার চরিত্রের গভীরতা রয়েছে।”
ছবির শুটিং শুরু হবে ডিসেম্বর মাসে। এখন চলছে আউটডোর লোকেশন ও অন্যান্য প্রস্তুতির কাজ।
ছোট পর্দায় কবে ফিরবেন? এই প্রশ্নে গৌরব জানিয়ে দেন, “একসঙ্গে অনেক কাজ আমি করি না। এখন পুরো মনোযোগ এই ছবির দিকে। তবে ছোট পর্দায় অবশ্যই ফিরব, খুব শিগগিরই।”
এমকে/টিএ