বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌনি রায় এবার পা রাখছেন তেলেগু চলচ্চিত্র জগতে। তবে তার এই অভিষেক হচ্ছে না কোনও মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে, বরং শুরুটা হচ্ছে একটি ঝলমলে ও উচ্চ-শক্তির আইটেম গানের মাধ্যমে। মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিশ্বম্ভরা’-তেই থাকছে এই গান।
জানা গেছে, গানটির সংগীত পরিচালনা করেছেন ভীমস সিসিরোলিও এবং কোরিওগ্রাফি করেছেন ‘পুষ্পা’ খ্যাত গণেশ আচার্য। ইতোমধ্যেই গানটির শুটিং সম্পন্ন হয়েছে এবং মৌনির উপস্থিতি ছবির প্রচারে বাড়তি গ্ল্যামার যোগ করবে বলেই ধারণা নির্মাতাদের।
ছবিটি পরিচালনা করছেন ভাসিস্ঠ এবং প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশনস। এই ছবিতে আরও অভিনয় করছেন তামিল ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান এবং আশিকা রঙ্গনাথ।
মজার ব্যাপার হলো, মৌনি রায় এখনো তার এই তেলেগু চলচ্চিত্রে অভিষেক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেননি তার সামাজিক যোগাযোগমাধ্যমে। সূত্রের খবর, প্রযোজনা সংস্থার তরফ থেকে চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন তিনি।
বলিউডে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয়ের পর এবার মৌনি রায় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের উপস্থিতি জানান দিতে চলেছেন এই নতুন ধাপে। চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে এই গান ও ছবিটি নিয়ে আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।
এমআর/টিএ