বলিউডে আবারও আলোচনায় আগুন জ্বালিয়ে দিলেন হৃতিক রোশন। তবে এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন চমক কিয়ারা আদভানির সঙ্গে জুটি। যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার টু’-এর প্রোমোতেই তাদের রসায়ন ঝড় তুলেছে দর্শক মনে। রোমান্টিক গান ‘আবান জাবান’ থেকে শুরু করে অ্যাকশনধর্মী ট্রেইলারের ঝলকে দেখা মিলেছে এক তীব্র অথচ মাধুর্যময় জুটির।
সিনেমার দৃশ্যের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এই জুটির প্রশংসা। ক্লিপ, ফ্যান এডিট আর স্টাইলিশ ছবিতে ভরে উঠেছে ফিড। দর্শকদের মতে, হৃতিকের কর্ষিত ব্যক্তিত্ব আর অ্যাকশন হিরো ভাবমূর্তিকে নিপুণভাবে ভারসাম্য দেন কিয়ারার সৌম্য উপস্থিতি। একে অন্যকে যেমন ছাপিয়ে যান না, তেমনি আলাদা আলোয় ঝলমল করেন দুজনই।
বলিউডে নতুন জুটি নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়, তবে হৃতিক-কিয়ারার এই রসায়নে যেন রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য। এতদিন দর্শক হৃতিককে দেখেছেন দাপুটে চরিত্রে, অন্যদিকে কিয়ারাকে পেয়েছেন আবেগময় ও চঞ্চল নারী হিসেবে। এবার প্রথমবারের মতো এই দুই ভুবনের সংমিশ্রণে তৈরি হয়েছে এক ঝলমলে কেমিস্ট্রি, যা ইতিমধ্যেই ‘ফ্রেশ কপল গোলস’ বলে বিবেচিত হচ্ছে।
‘ওয়ার টু’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, ২০২৫। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই স্পাই-অ্যাকশন ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। একদিকে অ্যাকশনের ছন্দ, অন্যদিকে হৃতিক-কিয়ারার পর্দার রোমাঞ্চ সব মিলিয়ে বড় পর্দায় এক বিস্ফোরণ ঘটানোর অপেক্ষায় যশরাজ ফিল্মস।
এমকে/এসএন