বিরহী প্রেমের দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মুক্তি পেল প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত টালিউড সিনেমা ‘ধুমকেতু’র আরও একটি গান। গানের শিরোনাম ‘হবে না দেখা’।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নতুন গানটি। অনুপম রায়ের লেখা ও সুর করা গানটিকে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইশান মিত্র।
কৌশিক গাঙ্গুলির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে‘ধুমকেতু’ সিনেমার হৃদয়স্পর্শী নতুন এ গান গানটিতে ফুটে উঠেছে ব্যর্থ প্রেমের বেদনার গল্প।
গানটিতে সাদা চুলের বৃদ্ধ লুকে ধরা দিয়েছেন দেব। স্ত্রীর পুরনো স্মৃতি মনে পড়ে যার দু’চোখ ভিজে আসে অশ্রুতে। গানের ভিডিওতে শুভশ্রীকেও দেখা যায়, পুরনো কথা ভেবে আবেগী হয়ে উঠতে।
রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ২০১৩ সালে সিনেমাটির শুটিং করেন এ দুই তারকা।
একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
প্রসঙ্গত, ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
এফপি /এসএন