বলিউডে বহু বছর ধরেই চর্চায় একটাই স্বপ্নপ্রজেক্ট—কিশোর কুমারের বায়োপিক। গুঞ্জন, ঘোষণা, আবার অগ্রগতিহীনতা—সব মিলিয়ে এই ছবিকে ঘিরে রয়ে গিয়েছে অদ্ভুত এক ধোঁয়াশা। পরিচালক অনুরাগ বসু ও অভিনেতা রণবীর কাপুরের নাম বহুবার জড়িয়েছে এই প্রকল্পে। তবে এত বছরেও কেন শুরু হয়নি কাজ? এবার সেই উত্তর দিলেন স্বয়ং অনুরাগ।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, “রণবীরের সামনে তখন দুটো অপশন ছিল—একদিকে কিশোর কুমারের বায়োপিক, আর অন্যদিকে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। ওর কাছে এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল। শেষমেশ ও রামায়ণকেই বেছে নেয়। আমার মতে, সেদিন ও সঠিক সিদ্ধান্তই নিয়েছিল।”
অনেকেই ভেবেছিলেন, কিশোর কুমারের পরিবার—বিশেষ করে পুত্র অমিত কুমারের আপত্তির কারণেই হয়তো থেমে গিয়েছে এই প্রকল্প। অমিত একবার বলেছিলেন, “বাবার বায়োপিক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। কেউই ওনার মতো হতে পারবে না।” তবে অনুরাগ জানালেন, সমস্যাটা আসলে এতটা ব্যক্তিগত নয়, বরং পেশাগত সিদ্ধান্ত থেকেই সরে এসেছেন রণবীর।
রণবীর কাপুরের সঙ্গে অনুরাগ বসুর শেষ কাজ ছিল ২০১৭ সালের ‘জগ্গা জাসুস’, যদিও তার আগেই ‘বরফি’ দিয়ে তাঁরা জুটি বেঁধেছিলেন এক অনবদ্য সাফল্যে। কিন্তু তারপর আর কোনও প্রজেক্টে এক হচ্ছেন না কেন? এই প্রসঙ্গেও খোলামেলা উত্তর দিয়েছেন অনুরাগ, “আমরা দুজনেই চেষ্টা করেছি একসঙ্গে কাজ করার। কিন্তু হয়ে ওঠেনি। তাছাড়া রণবীর এখন খুবই ব্যস্ত। ও একের পর এক ছবি করে চলেছে।”
বলিউডে এখন যখন বায়োপিক ট্রেন্ড তুঙ্গে, তখন কিশোর কুমারের মতো কিংবদন্তিকে নিয়ে ছবি না হওয়া একটা বড় প্রশ্নই বটে। কিন্তু পরিচালকের এই খোলসা বক্তব্যে অন্তত ধোঁয়াশার খানিকটা অবসান ঘটল।
এসএন