প্রাইম ভিডিওতে মুক্তি পেল ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি, হুলস্থুল কমেডিতে একসাথে অক্ষয়, অভিষেক, ঋত্বেশ ও আরও অনেকে
বিশৃঙ্খল হাসির রাজত্ব নিয়ে আবারও পর্দায় ফিরেছে বলিউডের সবচেয়ে বিখ্যাত কমেডি সিরিজ হাউসফুল। পঞ্চম কিস্তি হাউসফুল ৫ এবার রূপ নিয়েছে ভাসমান এক খুনের রহস্যে, যেখানে কমেডি আর কনফিউশনে ভরপুর এক অদ্ভুত যাত্রায় মেতে উঠেছে চরিত্রগুলো। সিনেমাটি এখন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দি ভাষায়।
তারুণ মানসুখানির পরিচালনায় তৈরি এ ছবিতে দেখা মিলেছে বলিউডের একঝাঁক তারকার—অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, ঋত্বেশ দেশমুখ, সোনম বাজওয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত, নানাপাটেকর সহ আরও অনেকে।
গল্পের শুরুতেই দেখা যায় এক বিলিয়নিয়ারের মৃত্যুর পর তার বিশাল সম্পত্তি নিয়ে শুরু হয় উত্তরাধিকার নিয়ে যুদ্ধ। তিনজন জলি—অক্ষয়, অভিষেক আর ঋত্বেশ—তিনজনই দাবি করেন যে তারা সেই বিলিয়নিয়ারের হারিয়ে যাওয়া সন্তান। এরপর এক খুনের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেয়। শুরু হয় জাহাজভিত্তিক রহস্য, যেখানে নকল পুলিশ, ভুল পরিচয় আর দমফাটা হাসির বাঁধ ভাঙা ঢেউ।
গল্প যত এগোয়, চরিত্রগুলো ততটাই জড়িয়ে পড়ে জটিলতায়। দর্শকদের জন্য তৈরি হয় এক হাসির ঝড় আর বিভ্রান্তির ভুবন। তবে এখানেই হাউসফুল সিরিজের সৌন্দর্য—একগাদা গন্ডগোল, অথচ গগনচুম্বী বিনোদন।
হাউসফুল ৫ শুধু নতুন কমেডি নয়, পুরনো কিস্তিগুলোর প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানোও বটে। চরিত্র, কনফিউশন আর ক্যারিশমার মিশেলে এটি হয়ে উঠেছে ভক্তদের জন্য এক 'নস্টালজিক' ট্রিট।
এসএন